Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভারতীয় গরুর দুধে সোনা আছে; বিদেশি গরু মা নয়, আন্টি’


৫ নভেম্বর ২০১৯ ১৬:০৫

পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রধান দিলীপ ঘোষ দাবি করেছেন, ভারতীয় গরুর দুধে সোনা আছে। তাই দুধ দেখতে খানিকটা হলদে।

গরুকে মা সম্বোধন করে দিলীপ হুঁশিয়ারি তোলেন, ‘আমার মায়ের’ সঙ্গে কেউ অন্যায় আচরণ করলে তাকে প্রাপ্য শাস্তি দেওয়া হবে। তবে দেশি গরু মা হলেও বিদেশি গরুকে আন্টি বলে সম্বোধন করেন তিনি। খবর হিন্দুস্থান টাইমসের।

সোমবার (০৪ ডিসেম্বর) বরুদাওয়ানের এক সভায় পশ্চিমবঙ্গের এই বিজেপিপ্রধান আরও বিতর্কিত মন্তব্য করেন।

তিনি বলেন, যারা গরুর মাংস খায়, তারা কুকুরের মাংসও খেতে পারেন। তারা যে মাংসই খান না কেন তাদের স্বাস্থ্য ঠিকই থাকবে!

দিলীপ বলেন, গরু আমাদের মা। গরুর মাংস খাওয়া ভারতে অপরাধ। আমরা তার দুগ্ধ পান করে বেঁচে থাকি। কেউ আমাদের ‘মায়ের’ সঙ্গে অন্যায় আচরণ করলে তাকে এমন শিক্ষাই দেওয়া হবে যেটি সে প্রাপ্য।

গরুর দুধ সোনা মিশ্রিত জানিয়ে দিলীপ বলেন, এ কারণেই দুধের রঙ কিছুটা হলদে হয়। ধমনীতে সূর্যের আলোর মাধ্যমে এই সোনা তৈরি করে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, যেসব গরু বিদেশ থেকে আনা হয় তারা গোমাতা নয়, তারা আন্টি। তাদের পূজা করা দেশের জন্য ভালো নয়।

গরু দিলীপ ঘোষ ভারত ভারতীয় জনতা পার্টি (বিজেপি)

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর