Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ককপিটে নারীকে বসিয়ে নিয়মভঙ্গ, পাইলট বহিষ্কার


৫ নভেম্বর ২০১৯ ১৮:৫০

নিয়মভেঙে ককপিটে নারীকে বসানোয় এক চীনা পাইলটকে বহিষ্কার করেছে এয়ার গুয়েলিন এয়ারলাইন্স কর্তৃপক্ষ। ঘটনাটি চলতি বছরের প্রথমদিকে হলেও চীনের সামাজিক যোগাযোগমাধ্যম উইবোতে প্রকাশিত ছবি এখন সমালোচনার ঝড় তুলেছে। খবর সিএনএনের।

ছবিতে দেখা যায়, ভি সাইন তুলে ওই নারী বসে আছেন। তার ছবির ক্যাপশনে লেখা, আমি বৈমানিকের কাছে কৃতজ্ঞ। আমি আনন্দিত।

যানা যায় তিনি গুয়েলিন ট্যুরিজম বিশ্ববিদ্যালয়ের বিমানমালার কোর্সে অংশ নিয়েছিলেন। পাইলটের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্ক উন্মোচিত হয়নি।

এয়ার গুয়েলিন এই ঘটনার কথা স্বীকার করে জানিয়েছে, গুয়েলিন থেকে ইয়াংজু ফ্লাইটের সময় চলতি বছরের ৪ জানুয়ারি পাইলট এই কাণ্ড করেন।

পাইলটের মতো অন্য ক্রুদেরও নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত বিমানের জরুরি নিয়মভঙ্গের ঘটনা চীনে প্রায়ই ঘটে থাকে বলে অভিযোগ রয়েছে।

চীন পাইলট বহিষ্কার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর