Tuesday 20 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাড়ি চেপে ধরল হাতি, প্রাণ বাঁচাতে কি করলেন চালক? (ভিডিও)


৬ নভেম্বর ২০১৯ ১৫:৪১

থাইল্যান্ডের খাও ইয়াই ন্যাশনাল পার্কে চষে বেড়াচ্ছিলেন ভ্রমণকারীরা। সাফারি পার্কের রাস্তায় মাঝে মাঝে বন্যপ্রাণীর দেখা মিলবে এটাই স্বাভাবিক। তবে রাগী কোনো হাতি গাড়ির ওপর চেপে বসতে চাইলে পরিণাম নিশ্চয়ই ভালো হবে না। এমনটাই ঘটেছে পার্কটির থানারাত রোডে।

বুধবার (৬ নভেম্বর) সংবাদমাধ্যম এনডিটিভি হাতির হামলার ঘটনার ছবি ও ভিডিও প্রকাশ করেছে।

ভিডিওতে দেখা যায়, রাস্তার পাশ দিয়ে হেঁটে আসছিল হাতিটি। গাড়িটির চালক হাতিকে গতি কমিয়ে দেন। তবে এতে নিস্তার পাওয়া যায়নি। আশপাশ ঘুরে হাতিটি চেপে বসে গাড়ির ওপর। এরপর সুযোগ বুঝে চালক গাড়ির গতি বাড়িয়ে দ্রুত চলে যান। পর্যটকদের কেউ আহত না হলেও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। পিছনের গ্লাস ভেঙে গেছে।

জানা যায়, হাতিটির নাম ডুয়ে, তার বয়স ৩৫। ডুয়ের এই কাণ্ডের পর পার্ক কর্মকর্তারা পর্যটকদের বিশেষ পরামর্শ দিয়েছেন। বলা হয়েছে, চলার পথে হঠাৎ কোনো হাতি চলে আসলে কেউ যাতে হাতির ছবি তোলার চেষ্টা না করে। গাড়ির ভেতরেই বসে থাকা নিরাপদ।

খাও ইয়াই ন্যাশনাল পার্ক থাইল্যান্ড সাফারি পার্ক হাতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর