লাল রঙ মেখে মেয়রের চুল কাটলেন আন্দোলনকারীরা
৮ নভেম্বর ২০১৯ ০২:৪০
বলিভিয়ার কোচাচাম্বাবা রাজ্যে এক মেয়রের ওপর বেজায় চটেছেন বিরোধীরা। আন্দোলনকারীরা জোর করে মেয়রকে রাস্তায় হাঁটিয়েছেন খালি পায়ে। এরপর চুলে লাল রঙ মাখিয়েছেন। চুলও কেটে দিয়েছেন। এসবের কারণ হয়ে যাওয়া বিতর্কিত নির্বাচন। খবর বিবিসির।
পেট্রিসিয়া আর্কে নামেরও ওই মেয়র সরকার দল মাস পার্টির। কয়েক ঘণ্টা অপমান-অপদস্থের পর পুলিশ তাকে রক্ষা করে।
গত ২০ অক্টোবর বলিভিয়ায় বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। বিরোধীরা এই নির্বাচন এখনো মেনে নিতে পারেনি। সহিংসতায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে।
ভিন্টো শহরে সর্বশেষ মেয়রকে লাঞ্ছিত করার এই ঘটনা ঘটল। প্রথমে গুজব ছড়ায় বিরোধীদের দুজনকে হত্যা করা হয়েছে। প্রতিবাদে আন্দোলনকারীরা শহরের এক ব্রিজে জড়ো হতে থাকে। উত্তেজিত হয়ে তারা মেয়রের ওপর হামলা চালায়। তবে বিতর্কিত নির্বাচনে জয়ী হওয়া প্রেসিডেন্ট ইভো মোরালেস আন্দোলনের মুখে এখনও পদত্যাগের আভাস দেননি।