নদীর তীরে তৃষ্ণা মেটাচ্ছে বাঘ পরিবার! (ভিডিও)
১০ নভেম্বর ২০১৯ ১৬:০০
বাঘ মশাই আর তার সঙ্গে থাকা তিন শাবক নদীর পানিতে তৃষ্ণা মেটাচ্ছে। আর সেই ভিডিও হয়েছে ভাইরাল। মহারাষ্ট্রের তাডোবায় ঘটেছে এই ঘটনা। খবর এনডিটিভির।
কবে ভিডিওটি ধারণা করা হয়েছিল তা না জানা গেলেও এটি টুইটারে সম্প্রতি পোস্ট করা হয়েছে।
Next few days will be at the tiger capital of India- Pench & Central Indian tiger landscape, source of life sustaining water for many. Just for information, a tiger can live without food for 2 weeks, but without water for 4 days max. Enjoy the clip of the family having water. pic.twitter.com/PL5U1dR69t
— Susanta Nanda (@susantananda3) November 8, 2019
ভারতীয় বনবিভাগের এক কর্মকর্তা সুশান্ত নন্দ ৭ নভেম্বর তার টুইটার অ্যাকাউন্টে এটি শেয়ার করলে তা আগ্রহের জন্ম দেয়। এখন পর্যন্ত ব্যবহারকারীরা ভিডিওটি ৩৫ হাজার বার দেখেছেন।
ভিডিওতে দেখা যায়, বড় বাঘটি তার তিনটি বাচ্চার সঙ্গে জল খেতে এসেছে নদীর ধারে। ক্যাপশনে সুশান্ত জানিয়েছেন, বাঘ খাবার ছাড়া দুই সপ্তাহ পর্যন্ত বেঁচে থাকতে পারলেও জল ছাড়া সর্বোচ্চ বাঁচে মাত্র চার দিন।