Thursday 10 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ঘর বাঁচিয়েছি; কিছু দুধের হিসেব বাকি রইল’


১২ নভেম্বর ২০১৯ ১৯:৫৫

দাবানলে ঘরবাড়ি পুড়ছে অস্ট্রেলিয়ায়। নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ডে অনেকেই আশ্রয় নিয়েছেন আশ্রয়কেন্দ্রে। দমকল কর্মীরা প্রাণপণে চেষ্টা করছেন জানমাল রক্ষা করতে। তাদের চেষ্টা ও প্রশংসায় অভিভূত অস্ট্রেলীয়রা।

এমনই এক বার্তা প্রকাশ পেয়েছে। যেখানে দেখা যাচ্ছে, দমকল কর্মীরা এক বাসিন্দার ঘর বাঁচিয়েছেন তা চিঠি লিখে জানিয়েছেন। তেষ্টায় ঘরে থাকা কিছু দুধ তারা পান করেছেন সে কথাও লেখা আছে চিঠিতে! খবর বিবিসির।

বিজ্ঞাপন

ওই ফায়ার ইউনিটের কর্মীরা ওরগানা রুরাল ফায়ার সার্ভিসের কর্মী বলে চিঠিতে লেখা আছে। সামাজিক যোগাযোগমাধ্যম হাতে লেখা ওই চিঠি ছড়িয়ে পড়লে তা আলোচনার জন্ম দেয়।

এ পর্যন্ত দাবানলে তিনজন মারা গেছে। নিউ সাউথ ওয়েলসে প্রায় ৯ লক্ষ ৭০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে এবং ১৫০টি বাড়িঘর ভস্মীভূত হয়েছে। অন্তত দুটি দাবানল পৌঁছেছে সিডনির শহরতলীতে।

নিউ সাউথ ওয়েলস এর দমকল বিভাগ সতর্ক করে জানিয়েছে, আগুন খুব দ্রুত ছড়াচ্ছে। যা জানমালের ক্ষতিসাধন করতে পারে।

অস্ট্রেলিয়া দাবানল

বিজ্ঞাপন

এসএসসি পরীক্ষা শুরু
১০ এপ্রিল ২০২৫ ১১:০৩

আরো

সম্পর্কিত খবর