কাঁঠাল পেড়ে খাচ্ছে হাতি! (ভিডিও)
১৩ নভেম্বর ২০১৯ ১৭:৫৩
হাতি কাঁঠাল খেতে পছন্দ করে। তা আমরা অনেকেই জানি। তবে গাছ থেকে হাতি কাঁঠাল পেড়ে খাচ্ছে, এমন দৃশ্য হয়ত সবার দেখার সৌভাগ্য হয় না। তেমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন ভারতের বন কর্মকর্তা প্রবীণ কাসবান। খবর এনডিটিভি।
https://twitter.com/ParveenKaswan/status/1193796698037833729?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1193796698037833729&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fbengali%2Fviral-elephant-climbing-a-tree-for-jackfruit-video-is-going-viral-2131743
ওই ভিডিওতে দেখা যায়, মস্ত এক হাতি শূর দিয়ে গাছের উঁচু থেকে কাঁঠাল পাড়ছে। এরপর সে কাঁঠাল পা দিয়ে ভেঙে মুখে পুড়ছে।
হাতির পেটপুজোর এমন দৃশ্য নিয়ে বেশ আলোচনা হচ্ছে। ভিডিওটি এ পর্যন্ত দেখা হয়েছে ৪৮ হাজার বার।
প্রবীণ কাসবান ক্যাপশনে লেখেন, হাতিরা মেধাবী। তারা গাছ থেকে কাঁঠাল পাড়তে পছন্দ করে। তারা পাকা কাঁঠালের গন্ধ শুকে প্রায়ই লোকালয়ে চলে আসে।