Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহকর্মীর বিজনেস কার্ড, একের পর এক চাকরির অফার!


১৫ নভেম্বর ২০১৯ ১৬:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গৃহকর্মী গীতা কালে, বাসায় কাজ পেতে তিনি বেছে নিয়েছেন এক অভিনব উপায়। বেশ সুন্দর এক বিজনেস কার্ড ছাপিয়ে আলোচনায় চলে এসেছেন। এখন নাকি তার চাকরির অফার অনেক। খবর এনডিটিভির।

ভারতের পুনেতে ঘটেছে এই ঘটনা। গীতা জানান, বিজনেস কার্ডের এই বুদ্ধিটা অবশ্য তাকে দিয়েছে ধনশ্রী শিন্ডে নামের এক গৃহকর্ত্রী।

বলা নেই, কওয়া নেই একদিন হঠাৎ গীতার চাকরিটা চলে গেল। তিনি বেশ কয়েকটি বাড়িতে কাজ করতেন। ওই বাড়িতে কাজ করে মাসে পেতেন ৪ হাজার রুপি। চাকরিটা চলে যাওয়ায় তিনি বিপদে পড়ে যান। তখনই শিন্ডে তাকে এই বুদ্ধিটা দেন।

অত্যাধুনিক এই বিজনেস কার্ডে গীতা যেসব সেবা দিবেন বা কত পারিশ্রমিক হাঁকাবেন সবই লেখা আছে বিস্তারিত। যেমন ঘর পরিষ্কারের জন্যে প্রতি মাসে ৮০০ রুপি, জামা কাপড় ধোয়ার জন্য মাসিক আরও ৮০০ রুপি এবং রুটি বানাতে প্রতি মাসে ১০০০ রুপি পারিশ্রমিক লেখা আছে ওই বিজনেস কার্ডে।

বিজ্ঞাপন

বিজনেস কার্ড ছাপানোর পর একের পর এক চাকরির অফার আসছে গীতার। আপতত ১০০টি বিজনেস কার্ড ছাপিয়েছেন গীতা।

গৃহকর্মী বিজনেস কার্ড