Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শতায়ু নারী বললেন, বিয়ে করা বারণ!


১৯ নভেম্বর ২০১৯ ১৯:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লুইস সিঙ্গনোর থাকেন নিউইয়র্কের ব্রোনক্সে। চলতি মাসে তিনি ১০৭তম জন্মদিনের কেক কেটেছেন। স্বাভাবিকভাবেই অনেকে তার কাছে জানতে চেয়েছেন দীর্ঘদিন তার বেঁচে থাকার রহস্য কি! এই নারী জানালেন, স্টে সিংঙ্গেল; একা থাক। খবর সিএনএনের।

লুইস সিঙ্গনোর বেশ স্বাস্থ্যসচেতন। খাবার খান নিয়মমাফিক এছাড়া করেন শরীরচর্চা। তবে একা একা জীবনযাপনে স্বাচ্ছন্দ্য তাকে দীর্ঘকাল বাঁচিয়ে রেখেছে বলে ধারণা করছেন তিনি।

তিনি বলেন, আমি শরীরচর্চা করি। নাচ অনুশীলন করে। লাঞ্চের পর বিয়োং বাজাই। সারাদিন নিজের মতো করে থাকি। ১০৭ বছর বেঁচে থাকার কারণ। আমি বিয়ে করিনি। আমার মনে হয় এটাই রহস্য।

বিজ্ঞাপন

লুইস সিঙ্গনোর বোনও ১০২ বছর বয়স্ক। তবে সবচেয়ে দীর্ঘজীবী জীবিত নারী হলেন অ্যালিলিয়া মার্ফি (১১৪)। তিনিও নিউইয়র্কের হারলেমে বাস করেন।

শতায়ু