Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুল বিচারে ৩৬ বছর জেল খাটলেন তারা তিনজন


২৬ নভেম্বর ২০১৯ ২১:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৯৮৩ সালে মেরিল্যান্ডের বাল্টিমোর জুনিয়র হাই স্কুলে ১৪ বছর বয়সী এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়। এর পরের বছরই তিন কৃষ্ণাঙ্গ কিশোরকে অপরাধী সাব্যস্ত করে দেওয়া হয় শাস্তি। তবে ৩৬ বছর পর আদালত জানালেন তারা আসলে দোষী ছিলেন না। খবর বিবিসির।

সোমবার (২৫ নভেম্বর) তাদের মুক্তি দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড রাজ্যের সরকারি কৌঁসুলি মেরিলেন মোসবি এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন।

মেরিলেন মোসবি বলেন, পুলিশ ও সরকারি কৌঁসুলিদের কারণে ১৬ বছর বয়সে ওই তিনজন শাস্তি পেয়েছিলেন। গোয়েন্দারা তাদেরই টার্গেট করে ও প্রত্যক্ষদর্শীরা ভুল তথ্য দেয় বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

কারাগার থেকে ‍মুক্ত হওয়া তিনজন হলেন, আলফ্রেড চেসনাট, অ্যন্ড্রিউ স্টুয়ার্ট ও র‌্যানসম ওয়াটকিন্স। স্কুলছাত্র ডেউইট ডাকেটকে হত্যার অভিযোগ আনা হয়েছিল তাদের ওপর।

আলফ্রেড চেসনাট গত বছর কনভিকশন ইন্টিগ্রিটি ইউনিটের কাছে একটি পত্র পাঠান। সেখানে তিনি মামলাটি পুনরায় তদন্তের অনুরোধ জানান ও কিছু প্রমাণ পাঠান। মামলাটি পুনঃতদন্তের পর আদালত তাদের নির্দোষ বলে রায় দেয়।

বিনা বিচারে জেল যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর