Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘুমিয়ে ঘুমিয়ে লাখপতি!


২৯ নভেম্বর ২০১৯ ১৭:৫৮

ভারতীয় ঘুমপ্রিয়দের জন্য বেশ ভালো একটি চাকরির অফার এসেছে। প্রতিদিন ৯ ঘণ্টা ঘুমিয়েই তারা মাসে কামাতে পারবেন লাখ টাকারও বেশি! তবে শর্ত হচ্ছে বিছানায় পিঠ লাগানোর পরই ঘুমানোর অভ্যাস থাকতে হবে।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয় ‘ওয়েকফিট’ নামের একটি প্রতিষ্ঠান এই ঘোষণা দিয়েছে।

মূলত এটি একটি ইন্টার্নশিপ প্রোগ্রাম। যেটির নাম দেওয়া হয়েছে ‘ওয়েকফিট স্লিপ ইন্টার্নশিপ’। কাজটি মোট ১০০ দিনের। এই সময়ে দৈনিক ৯ ঘণ্টা করে ঘুমোতে হবে অংশগ্রহণকারীদের।

এ কাজে যোগ্যতার ক্ষেত্রে কোম্পানিটির ওয়েবসাইটে জানানো হয়েছে, এমন প্রার্থী প্রয়োজন  যিনি শোবার ১০-২০ মিনিটের মধ্যেই ঘুমিয়ে পড়তে পারেন। এবং যার ক্ষমতা রয়েছে, যখন তখন সামান্য সুযোগ পেলেই ঘুমিয়ে পড়ার।

‘ওয়েকফিট’ তাদের ইন্টার্নদের ঘুমানোর সময় পর্যবেক্ষণ করবে। ইন্টার্নদের ঘুমোতে হবে কোম্পানির দেওয়া ম্যাট্রেসে। যেখানে লাগানো থাকবে একটি ‘স্লিপ ট্র্যাকার’।

ওই ম্যাট্রেসে শুয়ে ঘুমনোর সময় কী কী পরিবর্তন হচ্ছে তা লক্ষ্য করা হবে। এছাড়া থাকছে কাউন্সেলিং সেশনও! নির্বাচিতদের দেওয়া হবে এক লাখ রুপি করে।

ঘুম ঘুমপ্রিয়