Thursday 03 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অজগরের ছোবল-প্যাঁচে মুহূর্তে কুপোকাত হরিণ! (ভিডিও)


২৯ নভেম্বর ২০১৯ ১৯:০৫

গহীন জঙ্গলে যেসব অদ্ভুত ঘটনা ঘটে সেসবের খুব কমই আমাদের চোখে পড়ে। তবে ছবি বা ভিডিওর কল্যাণে আমরা যা দেখতে পারি তাতে বিস্মিত না হয়ে উপায় থাকে না। সম্প্রতি এক ভাইরাল ভিডিওতে দেখা গেছে, হরিণদল পানি খাচ্ছিল জলাধারে। হঠাৎ করে এক অজগর হামলে পড়ে তাদের ওপর।

সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয় মহারাষ্ট্রের সেন্ট্রাল নন্দা ডিভিশনের ঘটনা এটি।

ভিডিওতে দেখা যায়, একদল হরিণ পানি খাচ্ছিল। একটি হরিণ কিছুটা এগিয়ে যায়। তখণই পানি থেকে অজগরটি লাফিয়ে পড়ে এটির ওপর। ঘাড়ে পেঁচিয়ে হরিণটিকে কাবু করে ফেলে। অন্যরা প্রাণ বাঁচাতে পালিয়ে যায় সেখান থেকে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে ২১ নভেম্বর শেয়ার করা এই ভিডিওটি ইতোমধ্যে ১৪০০০-এর বেশি দর্শক দেখেছেন। অনেকে বলেছেন, তারা ভাবতেই পারেননি অজগর এত দ্রুত হামলা চালায়।

অজগর হরিণ

বিজ্ঞাপন

খুলনার বড় বাজারে আগুন
৩ এপ্রিল ২০২৫ ২২:২৫

আরো

সম্পর্কিত খবর