Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এত বড় ব্ল্যাকহোল বিজ্ঞানীরা কল্পনাও করতে পারেননি!


২৯ নভেম্বর ২০১৯ ২০:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি ব্ল্যাকহোল এর খোঁজ পেয়েছেন যেটি ধারণাতীতভাবে বড়। তত্ত্বীয়ভাবে ভাবা যায়নি এত বৃহৎ ব্ল্যাকহোলের অস্তিত্ব রয়েছে। এলবি-১ নামে আবিষ্কৃত এই ব্ল্যাকহোলটির ভর সূর্যের চেয়ে ৭০গুণ বড়।

চাইনিজ অ্যাকাডেমি অব সায়েন্সেস এই প্রতিবেদন প্রকাশ করে বলে জানায় সংবাদমাধ্যম সিএনএন।

বিজ্ঞানীরা আগে ধারণা করতেন, একটি ব্ল্যাকহোল সম্ভবত সূর্যের চেয়ে ২০ গুণ বড় হতে পারে। কারণ নক্ষত্রের মৃত্যুর পর এটি তার বেশিরভাগ ভরই হারিয়ে ফেলে।

নতুন আবিষ্কৃত এলবি-১ ব্ল্যাকহোলটি ১৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত। নক্ষত্রটি আবিষ্কার করা দলটির প্রধান লিউ জিফাং বলেন, আমাদের গ্যালাক্সিতে এত বড় ব্ল্যাকহোল থাকার কথা নয়। নক্ষত্রের বিবর্তনের কাঠামো এমনটি ধারণা দেয় না।

বিজ্ঞাপন

লিউ আরও বলেন, এলবি-১ আমাদের ধারণার চেয়ে দ্বিগুণ আকারের বড়। তাই তত্ত্ববিদদের প্রচলিত ধারণা চ্যালেঞ্জের মুখে পড়েছে।

ধারণা করা হচ্ছে শুধুমাত্র একটি নক্ষত্রের মাধ্যমে ব্ল্যাকহোলটির জন্ম হয়নি। অথবা দুটি ব্ল্যাকহোল কুণ্ডলী পাকিয়ে থাকতে পারে।

টপ নিউজ ব্ল্যাকহোল