Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপান নয়, গড় আয়ুতে শীর্ষ দেশ হবে স্পেন!


১ ডিসেম্বর ২০১৯ ১৮:৪২

গড় আয়ুতে বর্তমানে শীর্ষ দেশ জাপান। দেশটির নাগরিকরা গড়ে ৮৪.২ বছর বেঁচে থাকেন। তবে আগামী ২০ বছরের মধ্যে জাপানকে টপকে শীর্ষে চলে আসবে তৃতীয় স্থানে থাকা স্পেন। দ্য ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভোল্যুশন (আইএইচএমই)-এর এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। খবর সিএনএনের।

প্রতিবেদনে বলা হয়, আগামী ২০৪০ সাল নাগাদ জাপান তার দীর্ঘদিনের দখলে থাকা খেতাবটি হারাতে যাচ্ছে। সেসময় স্পেনের নাগরিকদের গড় আয়ু হবে ৮৫.৮ বছর। অপরদিকে জাপানের নাগরিকদের ৮৫.৭ বছর। এরপরেই অবস্থানে থাকবে সিঙ্গাপুর (৮৫.৪) ও সুইজারল্যান্ড (৮৫.২)।

বিজ্ঞাপন

উচ্চ আয়ের দেশগুলোর মধ্যে গড় আয়ুর ক্ষেত্রে সবচেয়ে বড় অবনমন হবে মার্কিন যুক্তরাষ্ট্রের। ২০১৬ সালের জরিপে দেশটি ৪৩তম হলেও ২০৪০ সাল নাগাদ দেশটি নেমে যাবে তালিকার ৬৪তম অবস্থানে। তখন মার্কিনিদের গড় আয়ু হবে ৭৯.৮ বছর।তবে ভালো করবে চীন, ২৯ ধাপ এগিয়ে দেশটির অবস্থান হবে ৩৯তম।

উল্লেখযোগ্য ব্যাপার হলো, সামগ্রিকভাবে আগামী ২০ বছরে সারাবিশ্বের মানুষের গড় আয়ু বাড়বে ৪.৪ বছর। বৈশ্বিক স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই অনুমান করার মতো না হলেও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ উন্নতি হয়েছে বলে জানিয়েছেন আইএইচএমই এর ডাটা সায়েন্স ডিরেক্টর কাইলি ফোরম্যান।

গড় আয়ু জাপান স্পেন

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর