ধনীরা ‘নির্বোধ’ হলেও কেন বেশি সফলতা পায়?
১ ডিসেম্বর ২০১৯ ২০:৩৪
জীবনে সফল হতে যেসব চড়াই-উতরাই গরিবদের ভোগ করতে হয়, ধনীরা সে তুলনায় থাকে অনেকটাই নিরাপদে। আমেরিকান সোসিওলজিক্যাল রিভিউ এক প্রতিবেদনে জানিয়েছে শ্রমিক শ্রেণি বা দরিদ্র পরিবার থেকে ওঠে আসা মানুষেরা ধনীদের চেয়ে শতকরা ১৭ ভাগ কম উপার্জন করেন। যদিও উভয়ের যোগ্যতা থাকে সমান।
যেসব কারণে ধনী-গরিবের এমন পার্থক্য তৈরি হয়; তার অন্যতম হলো দরিদ্র পরিবার থেকে ওঠে আসা সন্তানরা সঠিক সময়ে তাদের জীবনের লক্ষ্যগুলো সম্পর্কে নিশ্চিত হতে পারে না। অপরদিকে ধনী পরিবারের সন্তানরা এক্ষেত্রে তাদের পরিবার থেকে বেশ সহযোগিতা পায়।
নিজেকে উপস্থাপনের ক্ষেত্রে ধনী পরিবারের সন্তানরা থাকে এগিয়ে। শারীরিক প্রেক্ষাপটেও দরিদ্র পরিবারের সন্তানরা পিছিয়ে পড়ে। এছাড়া নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে ধনী পরিবারের সন্তানরা যতকুটু সময় পান। তার সুযোগ হয় না দরিদ্র পরিবারের সন্তানদের।
এছাড়া, ধনী পরিবারের সন্তানরা অপেক্ষাকৃত বেশি সংস্কৃতমনা হয়। পৃথিবীর নিত্যনতুন আপডেটগুলো তারা জানতে পারে। দরিদ্র পরিবার থেকে ওঠে আসা তরুণরা এক্ষেত্রে পিছিয়ে থাকেন। অনেক বেশি সামাজিক সম্পর্ক থাকায় ধনী পরিবারের সন্তানরা বুদ্ধি খেলে সামনে এগিয়ে যায়। যা পারে না দরিদ্র পরিবারের সন্তানরা।
খবর সেল্ফমেড-আইওর।