Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অধূমপায়ীদের জন্য অফিসে বাড়তি ছুটি!


৩ ডিসেম্বর ২০১৯ ১৭:২৬ | আপডেট: ৪ ডিসেম্বর ২০১৯ ১২:১৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধূমপান না করলে আপনার অর্থ বাঁচবে, সময় বাঁচবে। রেহাই পাবেন জটিল সব শারীরিক সমস্যা থেকে। জাপানের এক কোম্পানি আরও একটি সুখবর দিচ্ছে অধূমপায়ীদের জন্য। অফিস থেকে তাদের ছুটির তালিকায় যুক্ত হচ্ছে বাড়তি ৬ দিন।  খবর এনডিটিভির।

টোকিওর বিপণন সংস্থা পায়লা ইনকোরপরেটর এর অফিস ২৯ তলায়। সিগারেট খেতে হলে ধূমপায়ী কর্মীদের যেতে হয় অফিসের বাইরে। এতে অন্তত ১৫ মিনিট করে সময় লাগে। কাজের বাড়তি চাপে পড়েন অধূমপায়ী সহকর্মীরা। বিষয়টি কানে যায় কোম্পানির প্রধান নির্বাহী তাকাও আসুকার। অধূমপায়ী কর্মীদের ক্ষতিপূরণ হিসাবে ছয় দিনের অতিরিক্ত ছুটি দেওয়ার দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

বিজ্ঞাপন

তাকাও আসুকা বলেন, আমি আশা করি কর্মচারীদের জরিমানা বা জবরদস্তির চেয়ে ইনসেন্টিভ দেওয়া ধূমপান ছাড়ার বিষয়টি বেশি উৎসাহিত করবে।

অধূমপায়ী অফিস ছুটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর