Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলার দাম কোটি টাকা!


৭ ডিসেম্বর ২০১৯ ১৫:০৩ | আপডেট: ৭ ডিসেম্বর ২০১৯ ১৬:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্কচটেপে দেয়ালে সাঁটা কলার দাম ১ কোটি টাকারও বেশি হাঁকা হয়েছে ‘আর্ট বেসেল মিয়ামি বিচ’ এর প্রদর্শনীতে । গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছে, তিনটি কলার মধ্যে দুটি কলা তারা বিক্রি করে দিয়েছেন। শেষটি বিক্রি হবে আরও বেশি দামে। এসব কলা কেনা হয় মিয়ামির একটি মুদি দোকান থেকে।

শুক্রবার (৬ ডিসেম্বর) সংবাদমাধ্যম সিএনএনের খবরে এ তথ্য দেওয়া হয়।

কলার অদ্ভুত এই শিল্পকর্মের নাম ‘কমেডিয়ান’। যেটির শিল্পী মাউরিজিও ক্যাটেলান। ইতালীয় এই শিল্পী ১৫ বছরের মধ্যে এবারই প্রথম তার শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করেছেন।

গ্যালারির প্রতিষ্ঠাতা এঁমানুয়েল পেরোটিন এই শিল্পকে বিশ্ববাণিজ্যের প্রতীক ও হাস্যরসের উপাদান বলে বর্ণনা করেন। তিনি বলেন, ক্যাটেলান একটি কলার ভাস্কর্য তৈরি করতে চেয়েছিলেন। তিনি যেখানেই ভ্রমণ করতেন সঙ্গে একটি কলা রাখতেন যাতে অনুপ্রেরণা খুঁজে পেতে পারেন। রেজিন, ব্রোঞ্জ, কলার পেইন্টিং আঁকার পর তিনি আসল কলাতেই শিল্পকর্মের ব্যাপারে মনস্থির করেন।

বিজ্ঞাপন

তবে কলাটি পচে যেতে শুরু করলে ক্রেতাদের কি করতে হবে তা নিয়ে কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি।

কলা টপ নিউজ শিল্পমূল্য