Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পৌষ দিনের গান


১৭ ডিসেম্বর ২০১৯ ১১:০৪

পৌষ তো শুরু হয়ে গেল। ঢাকায় অবশ্য তেমন বোঝা যাচ্ছে না, কিন্তু দেশের অনেক জায়গাতেই বেশ ভালো ঠাণ্ডা পড়ে গেছে। বিশেষ করে উত্তরবঙ্গে তো রীতিমতো আগুনের পাশে গোল হয়ে বসে ওম নিচ্ছেন সেখানকার মানুষ।

অবশ্য রাজধানীবাসীর জন্য এমন আবহাওয়া এখন কেবলই কল্পনা, ইট-কংক্রিটের এই জঙ্গলে পড়তে শীতের কী এমন দায় পড়েছে?

ঢাকায় আজকের সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা হবে ১৪ ডিগ্রি, তবে সেটা রাতে।

দিনের বেলা সূর্য ভালোই আলো ছড়াবে, কিন্তু বাতাসের অবস্থা আগের মতোই বেগতিক, মানে অস্বাস্থ্যকর। সকালে যখন এই প্রতিবেদন লিখছি তখন ইনডেক্সে ঢাকার বাতাসের মাত্রা ১৮২, যাকে লাল রঙ দিয়ে চিহ্নিত করা হচ্ছে। সেইসঙ্গে বলা হচ্ছে এটি খুবই অস্বাস্থ্যকর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, আজকের দিন শুষ্ক কাটবে, তবে খুলনা ও ঢাকা বিভাগের কোথাও কোথাও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে। এছাড়া, কয়েকদিনের মধ্যেই উত্তরাঞ্চলের ওপর দিয়ে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

তাই শীতের প্রস্তুতি নিয়ে রাখতে পারেন ঢাকার বাইরের অধিবাসীরা। তাহলে অন্তত হুট করে পড়া ঠাণ্ডায় অসুস্থ হতে হবে না।

সবার দিন ভালো কাটুক।

এয়ার কোয়ালিটি ইনডেক্স পৌষ

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে রুখে দিল নিউক্যাসেল
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৮

সম্পর্কিত খবর