ঢাকা: কোনো সংকেত দেখাতে না হলেও নৌযান চলাচলে সতর্ক থাকতে বলেছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদরা বলছেন, দেশের নদী অববাহিকায় বুধবার রাত ২টা থেকে পরবর্তী সাত থেকে আট ঘণ্টা মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।
এতে দৃষ্টিসীমা ৫শ’ মিটার এবং কোথাও কোথাও আরও কম হতে পারে। কোনো সংকেত দেখাতে না হলেও নৌযান চলাচলে সাবধান থাকতে হবে।
অধিদফতর আরও বলছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও এর আশে পাশের এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এর প্রভাবে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক।
পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টায় সারাদেশে তাপমাত্রা আরও কমে যেতে পারে। এর আগে গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে, ২৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।