Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিরেছে স্বাভাবিক শীতের দিন


২৪ ডিসেম্বর ২০১৯ ১২:১২

ঢাকা: পৌষ মাসের প্রথম দশক চলছে। সকালে যারা রাস্তায় বেরিয়েছেন, তারা দেখেছেন রাজধানীতে পাতলা কুয়াশার চাদর। বেলা বাড়ার সঙ্গেসঙ্গেই বেড়েছে সূর্যের আলো। টানা তিন চারদিনের গুমোট কুয়াশাচ্ছন্নতা আর কনকনে হাওয়ার ভয়ে আজও যারা অতিরিক্ত সতর্ক ছিলেন, তারা দুপুর নাগাদ ঘেমেটেমে একাকার হয়ে যাবেন নিঃসন্দেহে।

তীব্রতা পেরিয়ে ক্রমেই স্বাভাবিক হয়ে আসছে ঢাকার শীতকাল। ঢাকার মানুষও যেন কিছুটা হাঁফ ছেড়ে বেঁচেছে।

বিজ্ঞাপন

দাফতরিকভাবে বলতে চেয়ে আবহাওয়া অধিদফতরের শরণাপন্ন হলে জানা যায়, রোববার (২২ ডিসেম্বর) থেকে তাপমাত্রার যে উর্ধ্বমুখীতা শুরু হয়েছে তা আজ মঙ্গলবারও (২৩ ডিসেম্বর) অব্যাহত থাকবে। উঠানামা করবে ১৪ ডিগ্রি সেলসিয়াস থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তবুও সারাদিন দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আদ্রর্তা কম থাকার কারণে আবহাওয়া থাকবে শুষ্ক। শেষরাত নাগাদ দেশের কোথাও কোথাও ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া,রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। সূর্য ওঠার সাথে সাথেই রাতের ভারী কুয়াশা কাটিয়ে সূর্যের হাসিও দেখে ফেলতে পারেন। দিনে তাপমাত্রা বাড়তে পারে ২-১ ডিগ্রি।

মোটের ওপর, সচেতন পাঠক নিরাপদে থাকুন। শীতকালে পরিবারের শিশু ও বয়স্ক সদস্যদের ব্যাপারে বাড়তি নজর রাখুন।

আবহাওয়া অধিদফতর স্বাভাবিক শীতকাল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর