Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকায় আজ বৃষ্টির শঙ্কা, শনিবারের পরে বাড়বে শীত


২ জানুয়ারি ২০২০ ০৯:২২ | আপডেট: ২ জানুয়ারি ২০২০ ১২:২৮

শীতবস্ত্র জড়িয়ে নির্ভার শিশু

নতুন বছরটা রাজধানীবাসীর শুরু হয়েছে ঝলমলে রোদ দিয়ে, শীতও তেমন পাত্তা পায়নি। একই অবস্থা আজও। তবে দেশের বেশিরভাগ জায়গার মানুষের ঘুম ভেঙেছে হালকা বৃষ্টি দেখে। যদিও ঢাকা আর খুলনা বিভাগে বৃষ্টি নেই। আবহাওয়া অফিস বলছে বৃহস্পতিবার (২ জানুয়ারি) সেই বৃষ্টিরও দেখা মিলবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ আবদুর রহমান সারাবাংলাকে বলেন, দেশের কোথাও এখন আর শৈত্যপ্রবাহ নেই। সারাদেশের তাপমাত্রাই বেড়েছে। বরং বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ বা কাল অর্থাৎ বৃহস্পতিবার বা শুক্রবার ঢাকাতেও বৃষ্টির সম্ভাবনা আছে। তবে সেটা পরিমাণে কম। শনিবার পর্যন্তই দেশের বিভিন্নস্থানে বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। এরপর আবার কমবে তাপমাত্রা, বাড়বে শীত।

বিজ্ঞাপন

জানুয়ারির মাঝামাঝি শৈত্যপ্রবাহ দেশের অনেক জায়গার ওপর দিয়েই বয়ে যাবে বলে জানান এই আবহাওয়াবিদ।

সকাল ৯টায় এই রিপোর্ট লেখার সময় ঢাকার তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। অ্যাকুওয়েদার বলছে, আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা হবে ২৭ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হবে ১৮ ডিগ্রি। আকাশে রয়েছে সূর্যের আধিপত্য। তবে দিন গড়াবে আর মেঘে ঢাকবে আকাশ, হবে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, উপমহাদেশিয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও এর আশপাশের এলাকায় রয়েছে। মৌসুমের যে স্বাভাবিক লঘুচাপ সেটি রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এর বাড়তি একটি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

ফলে দেশের বিভিন্নস্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।

যেহেতু বৃষ্টির শঙ্কা রয়েইছে, সেহেতু এখন কেউ বাড়ি থেকে বের হলে সেই রকম প্রস্তুতি নিয়েই বের হবেন। বিশেষ করে জুতোজোড়ার দিকে খেয়াল রাখুন। হুট করে ভিজে গেলে সারাদিন কিন্তু কষ্টে কাটাতে হবে।

বিজ্ঞাপন

সবাই ভালো থাকুন।

বৃষ্টির শঙ্কা শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর