Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমছে তাপমাত্রা, সপ্তাহান্তে বৃষ্টির শঙ্কা


৭ জানুয়ারি ২০২০ ০৯:১৮ | আপডেট: ৭ জানুয়ারি ২০২০ ১৩:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সকালে ঘুম থেকে উঠলে মনে হয়, কুয়াশার দেশে এসে পড়েছি। পুরো চরাচর যেন ঢেকে থাকে কুয়াশার চাদরে। তারওপর বাতাসটাও এমন, যেন পরনের ভারী কাপড় ভেদ করে হাড় ছুঁতে চায়। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে যখন এই প্রতিবেদন লিখছি তখন ঢাকার তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস, আকাশ জোড়া মেঘ। আর কুয়াশা তো আছেই।

ওদিকে দেশের উত্তরের উপজেলা তেঁতুলিয়ার তাপমাত্রা ৬.৩ ডিগ্রি। ঢাকার ১৩ ডিগ্রিতেই মনে হচ্ছে জমে যাচ্ছি, সেখানে উত্তরের মানুষের কথা মনে হলে খারাপই লাগছে।

গত কয়েকদিন তাপমাত্রা কিছুটা সহনীয় ছিল। এখন আবার শীত পড়ছে। এর কারণ জানতে চাইলে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ কামরুল হাসান সারাবাংলাকে বলেন, সারাদেশের তাপমাত্রাই কমেছে। এর কারণ হলো বৃষ্টি শেষ হয়েছে। সাধারণত বছরের এই সময়ে বৃষ্টি চলে গেলে তাপমাত্রা কমে। দেশের অনেকস্থানে শৈত্যপ্রবাহ আছে। মূলত রংপুর এবং রাজশাহী ও খুলনার কিছু অংশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।

বিজ্ঞাপন

সারাদেশেই গোটা জানুয়ারি মাস কুয়াশা থাকবে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, রাজধানীসহ দেশের নদী অববাহিকায় কুয়াশা বেশি থাকবে। আবার যেসব স্থানে জলাধার আছে সেখানেও কুয়াশার আধিক্য থাকবে।

এছাড়া আগামী ৯ তারিখ থেকে দেশের বিভিন্ন স্থানে আবারও সামান্য বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও এর আশপাশের বাংলাদেশের অংশে রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ। সব মিলিয়ে সারাদেশের আকাশ মেঘলা থাকবে। মধ্যরাত থেকে ভারী কুয়াশার পড়তে পারে।

শীত কুয়াশার এই সময় সবার ভালো কাটুক।

কুয়াশা তাপমাত্রা বৃষ্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর