Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাণীদের জন্য গাজর-মিষ্টি আলু ফেলা হচ্ছে হেলিকপ্টার থেকে


১২ জানুয়ারি ২০২০ ১৪:৫৬ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৬:১৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ায় দাবানলে ক্ষতিগ্রস্ত বন্যপ্রাণীদের জন্য হেলিকপ্টার থেকে খাবার ফেলা হচ্ছে। এসব খাবারের মধ্যে রয়েছে গাজর ও মিষ্টি আলু। দ্য নিউ সাউথ ওয়েলস (এনএসডব্লিউ) সরকার ক্ষুধার্ত প্রাণীদের জন্য এই উদ্যোগ গ্রহণ করে। খবর ডেইলি মেইলের।

এনএসডব্লিউ পার্কস ও ওয়াইল্ডলাইফ সার্ভিস, ওয়ালবি কলোনি, ওলড়ন ভ্যালিস, ইয়েঙ্গু ন্যাশনাল পার্ক, দ্য ক্যাঙ্গারু ভ্যালি, জেনোলান, ওক্সলি ওয়াইল্ড রিভার্স ও কুরাকাবান্ডি ন্যাশনাল পার্কে এসব খাদ্য হেলিকপ্টারে করে ফেলা হয়। যেসবের পরিমাণ প্রায় ২ হাজার ২ শ কেজি।

নিউ সাউথ ওয়েলস এনভায়রনমেন্ট মিনিস্টার ম্যাট কেন বলেন, দাবানল থেকে বাঁচলেও প্রাণীদের জন্য প্রাকৃতিক খাবারের পরিমাণ খুব কম। খাবার সহায়তা ছাড়া বেঁচে থাকা প্রাণীদের জন্য চ্যালেঞ্জিং।

বিজ্ঞাপন

গত বছরের সেপ্টেম্বর থেকে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, তাসমানিয়া, দক্ষিণ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড, পশ্চিম অস্ট্রেলিয়া ছড়িয়ে পড়া দাবানলে অন্তত ৫০ লাখ হেক্টর জমি পুড়ে গেছে। এসব রাজ্যে মারা গেছেন অন্তত ২৮ জন। শুধু মানুষের মৃত্যু ও ঘরবাড়িই ক্ষতিগ্রস্ত হয়নি। সিডনি বিশ্ববিদ্যালয়ের ইকোলজি বিশেষজ্ঞরা জানিয়েছেন, অস্ট্রেলিয়ায় দাবানলে স্তন্যপায়ী প্রাণী, ক্যাঙ্গারু, কোয়ালা, পাখি ও সরীসৃপসহ অন্তত ৫০ কোটি বন্যপ্রাণী পুড়ে মারা গেছে।

এদিকে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন আক্ষেপ জানিয়ে বলেছেন, দাবানল পরিস্থিতি তিনি আরও ভালোভাবে মোকাবিলা করতে পারতেন।

মরিসন ও তার সরকার দাবানল নিয়ন্ত্রণে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে পারেনি বলে অভিযোগ অস্ট্রেলীয়দের। যেখানেই মরিসন দাবানল পর্যবেক্ষণে যাচ্ছেন সমালোচনার সম্মুখীন হচ্ছেন। দাবানলের সময়ে তিনি সপরিবারে অবকাশযাপনে হাওয়াইয়ে গিয়েছিলেন। এতেও ক্ষুব্ধ তার দেশের নাগরিকরা।

অস্ট্রেলিয়া দাবানল স্কট মরিসন হেলিকপ্টার হেলিকপ্টার থেকে খাবার বিতরণ