Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বংশরক্ষা করে অবসরে যাচ্ছে ‘লাভার বয়’ দিয়াগো


১২ জানুয়ারি ২০২০ ১৮:৩৩ | আপডেট: ১৪ জানুয়ারি ২০২০ ১৬:০৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইকুয়েডরের দ্য গালাপোগাস দ্বীপের বৃহৎ কচ্ছপগুলো প্রায় হারাতে বসেছিল। তাই বংশবিস্তারের জন্য এখানে আনা হয় ২টি পুরুষ ও ১২টি নারী কচ্ছপ। সান দিয়াগো চিড়িয়াখানা থেকে আসে পুরুষ কচ্ছপ দিয়াগো। এটিকে এখন দেওয়া হচ্ছে ‘প্লেবয়’ উপমা। খবর সিএনএনের।

দ্য গালাপোগাস পার্ক সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৭৭ সালে এখানে আসার পর দিয়াগো একাই এত সন্তানের জন্ম দিয়েছে যে, সে তার প্রজাতি বিলুপ্তির হাত থেকে রক্ষা করেছে। এখন ২০০০ এর বেশি কচ্ছপ রয়েছে দ্বীপটিতে। বলা যায় এজন্য একাই সব অবদান ‘লিজেন্ড’ দিয়াগোর।

১০০ বছর বয়সী এই ‘লাভার বয়’ বংশবিস্তারের দায়িত্ব শেষ করেছে। তাকে এখন উন্মুক্ত স্থানে ছেড়ে দেওয়া হবে।

বিজ্ঞাপন

পার্কের ডিরেক্টর জর্জ ক্যারিয়ন জানান, বংশবিস্তারে কচ্ছপটির সিংহভাগ অংশীদারিত্ব রয়েছে। স্বাভাবিক জীবনে তাকে পাঠানো আনন্দের।

দ্য গালাপোগাস আইল্যান্ড বন্যপ্রাণী উপভোগের জন্য গুরুত্বপূর্ণ স্থান। থিওরি অব ইভল্যুশন নিয়ে কাজ করতে চার্লস ডারউইনও এখান এসেছিলেন।

‘প্লেবয়’ কচ্ছপ কচ্ছপের বিলুপ্তি টপ নিউজ দিয়াগো দ্য গালাপোগাস দ্বীপ বংশবিস্তার