Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গিন্কগো’র হাজার বছর আয়ুর রহস্য উন্মোচন!


১৪ জানুয়ারি ২০২০ ২২:৫৯

দীর্ঘায়ু পাওয়া গিন্কগো গাছ কি করে হাজার বছর বেঁচে থাকে সে রহস্যের কূল-কিনারা করতে পেরেছেন বিজ্ঞানীরা। এ প্রজাতির গাছ নিজেদের রক্ষা করতে এমন কেমিক্যাল ব্যবহার করে যাতে রোগ থেকে মুক্তি ও খরায় টিকে থাকা সহজ হয়। জার্নাল পিএনএএস এ প্রকাশিত এক গবেষণা প্রবন্ধে এসব তথ্য জানানো হয়েছে।

সোমবার (১৩ জানুয়ারি) সংবাদমাধ্যম বিবিসিতে প্রকাশিত এক খবরে এ তথ্য দেওয়া হয়।

পার্ক বা বাগানে প্রায় দেখা মিলে চমৎকার গিন্কগো গাছের। তবে বন্যপরিবেশে এই গাছ দ্রুতই বিলুপ্ত হচ্ছে। ইউনিভার্সিটি অব নর্থ টেক্সাসের রিচার্ড ডিক্সন বলেন, তাদের গোপন বিষয়টি হলো শক্তিশালী স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা।

চীনের প্রাচীন এই গাছটি ডায়নাসোরের সময়কাল থেকে টিকে আছে। শুধুমাত্র চীনের জিজিয়াং এর বন্যপরিবেশে এদের দেখা মিলে। ইউসিএন এর তালিকায় এই প্রজাতির গাছ হুমকিতে রয়েছে।

গিন্কগো হাজার বছর আয়ু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর