Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাসের শেষে বৃষ্টির শঙ্কা, শীত থাকবে আরও কিছুদিন


২৬ জানুয়ারি ২০২০ ১০:২৪

বাংলা ক্যালেন্ডারের হিসাবে আজ রোববার (২৬ জানুয়ারি) হলো মাঘ মাসের ১২ তারিখ। মানে মাঘের মাঝামাঝি বলা যায়। সেই অর্থে শীতকালের শেষভাগে আছি আমরা। ফলে শীত আছে, শৈত্যপ্রবাহও আছে। তবে কিছুদিনের মধ্যে শীত চলে যাওয়ার সময়ও এসে যাবে।

না না, তারমানে মনে করবেন না যে শীতের বিদায়ী গান গাইতে এসেছি। শুধু মনে করিয়ে দিলাম আরকি।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে আজও বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। ফলে শীত থাকবে আরও বেশ কিছুদিন।

আবহাওয়াবিদ ড. মো. আবুল কালাম মল্লিক সকালে সারাবাংলাকে জানালেন, রংপুর বিভাগের ওপর দিয়ে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ। এছাড়া টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, ময়মনসিংহ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, নওগাঁ, যশোর, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়েও বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ।

আগামীকালি অর্থাৎ সোমবার পর্যন্ত এই অবস্থা থাকবে জানিয়ে ড. মো. আবুল কালাম মল্লিক বলেন, সোমবার রাতে তাপমাত্রা কিছুটা বাড়বে। তবে জানুয়ারি মাসের আর যে ক’টা দিন বাকি আছে তাতে শীতই থাকবে। জানুয়ারির শেষে অর্থাৎ ২৯/৩০ তারিখে সারাদেশে সামান্য বৃষ্টির সম্ভাবনা আছে। বৃষ্টি হলে এর পরের কয়েকদিন আরেকটু ঠাণ্ডা পড়বে। ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত থাকবে সেই ঠাণ্ডা। এরপর মূলত সারাদেশের তাপমাত্রাই ধীরে ধীরে বাড়তে থাকবে।

অ্যাকুওয়েদার বলছে, রোববার সকালে ঢাকার তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস, ছিল কুয়াশাও। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে। দুপুরের দিকে তা ২৪ ডিগ্রিতে উঠতে পারে। আবার রাতে কমে যাবে তাপমাত্রা। তখন বেশ ঠান্ডাই পড়বে।

বিজ্ঞাপন

তার মানে, শীত কিন্তু সহসা যাচ্ছে না। তাই আপাতত গরম কাপড় চোপড় ধুয়ে তুলে রাখার পরিকল্পনা বাদ দিন। বরং আর কিছু দিন শীত উপভোগ করুন, নিজের অতিরিক্ত শীত পোশাক চাইলে দান করে দিনে তাদের মধ্যে, যাদের সেগুলো দরকার।

সেইসঙ্গে বাড়ির শিশু আর বৃদ্ধ মানুষটির দিকে আরেকটু ভালো খেয়াল রাখুন। এমন যেন না হয়, শীতের শেষবেলায় এসে তাদের সর্দি-কাশিতে আক্রান্ত হতে হচ্ছে।

সবাই ভালো থাকুন।

ঠান্ডা বৃষ্টি শীত শৈত্যপ্রবাহ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর