Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাস্তা খালি পেতে গাড়িতে ‘ভূত’ সাজালেন চালক


২৬ জানুয়ারি ২০২০ ১৯:৩৬ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২০ ১২:৩৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এক চালক রাস্তায় গাড়ি চালানোয় বাড়তি সুবিধা পেতে এক অভিনব উপায় বেছে নিয়েছেন। পিছনের প্যাসেঞ্জার সিটে যাত্রীবেশে এক কঙ্কালের অবয়ব বসিয়েছেন। যাতে ভয় পেয়ে বা ‘ভূত’ ভেবে অন্যরা তাকে লেন খালি করে দেয়। তবে ট্রাফিক পুলিশ বিষয়টি ভালোভাবে নেয়নি। ওই চালককে জরিমানা করা হয়েছে। খবর বিবিসির।

দ্য অ্যারিজোনা ডিপার্টমেন্ট অব পাবলিক সেফটি জানিয়েছে, হাই-অকুপেন্সি ভিহকল (এইচওভি) লেন পেতেই তিনি এ কাজ করেছেন। কঙ্কালের মাথায় কাপড় ও টুপি পড়িয়ে যাত্রীবেশে বসিয়ে রেখেছিলেন। তাকে জরিমানা করা হয়েছে।

প্রতিবছর অ্যারিজোনায় প্রায় সাত হাজার চালক বিভিন্ন উপায় রাস্তার লেনে বাড়তি সুবিধা নেওয়ার চেষ্টা করেন। তবে ট্রাফিক পুলিশ এ ব্যাপারে সতর্ক থাকে।

বিজ্ঞাপন

এর আগে, গত এপ্রিলে আরেক চালক ‘ম্যানিকুইন’ এ বেসবল ক্যাপ ও সানগ্লাস পরিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল।

অ্যারিজোনা গাড়ি চালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর