দেখুন, বাঘের থাবা থেকে বাঁচতে যুবকের মরার ভান! (ভিডিও)
৩০ জানুয়ারি ২০২০ ১৭:৫৪
জনতার ধাওয়া খেয়ে দৌড়ে এসে বাঘটি এক যুবককে প্রায় কব্জা করে ফেলে। মুহূর্তের মধ্যে ওই ব্যক্তি মরার মতো পড়ে রইলেন। কিছুক্ষণ পর বাঘটা উঠে বসে ও দৌড়ে পালিয়ে যায়। এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে। খবর হিন্দুস্থান টাইমসের।
ভারতের আইএফএস অফিসার পারভীন কাসওয়ান গত ২৫ জানুয়ারি তার ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেন। তিনি জানান, মানুষের ঢল দেখে বাঘটি দিশা হারিয়ে ফেলে। তবে অবশেষে মানুষ ও বাঘ দুই ই বিপদমুক্ত আছেন।
https://twitter.com/Tweetbis0n/status/1221078080778694656?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1221078080778694656&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Fit-s-viral%2Fman-saved-from-tiger-after-acting-dead-watch-shocking-video%2Fstory-21HrohKveYOULB79xtusgI.html
এই ভিডিও কোথায় ধারণা করা হয়েছে তা জানা যায়নি। তবে অনেকে মানুষ ও বাঘের অহেতুক এই সংঘর্ষের জন্য অপরিকল্পিত নারায়ণকে দায়ী করেছেন। বাঘের বাসস্থান নষ্ট হচ্ছে বলেই অভিযোগ করেছেন টুইটার ব্যবহারকারীরা।
আবার কেউ কেউ মজা করতেও ভুলেননি। একজন লেখেছেন, ওই যুবক তার ছেলেবেলার বইয়ের গল্প মনে রেখেছেন। ভাল্লুকের হাত থেকে বাঁচতে এক বন্ধুর মরার ভান করার কথাই হয়ত তিনি মনে করেছিলেন।