বিশ্বাস বেঁচে থাক
২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১০:১২
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
আজ শুভ শুক্রবার। অধিকাংশ মানুষের ছুটি। যাদের ছুটি না তাদের মনেও ছুটি ছুটি ভাব। পথ ঘাট ফাঁকা, কাজের চাপ তুলনামূলক কম। বিকাল হলেই সবাই দলে দলে যেতে পারবেন বইমেলায়, নাটক দেখতে, শুধু শুধুই এদিক সেদিক ঘুরতে।
নাটকের কথায় মনে পড়ল, নাটক, মানে মঞ্চ নাটক দেখতে যত ভালো করতে কিন্তু খবর হয়ে যায়। আজকে যাদের মঞ্চে কাজ করতে হবে তাদের সকাল হয়েছে সূর্য উঠার আগে, সূর্যই বরং আরাম করে ৬টা ২৭ এ উঠেছে।
শুক্রবার বলে গরমের অনুভূতি একটু কম। এমনিতে কাগজে কলমে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু যেহেতু একটা বড় সংখ্যক গাড়ি আজ বের হবে না, তাই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কম থাকবে। এর ফলে গরম থাকবে কিন্তু বাতাসে গরম আটকে থাকবে না। তুলনামূলক ফুরফুরা লাগবে।
রাতের দিকের বিষয় আলাদা তখন অনেকেই বের হবে, গাড়ি বের করবে, বাতাসে কার্বন ডাই অক্সাইড মিশবে তাই দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রির দিকে পৌঁছানোর সময় অত একটা ঠাণ্ডা লাগবে না।
বসন্ত বাতাস ১১ কিলোমিটার ঘণ্টায় আসবে পশ্চিম ও উত্তর পশ্চিম দিক থেকে। তবে পূর্ব, দক্ষিণ সব দিকের জানালাই খোলা, বাতাস ওসব দিক থেকেও আসতে পারে।
আজকেও বসন্তের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আকাশে মেঘ আছে ৪৪ শতাংশের মতো। বৃষ্টি কী আসবে, মেঘের ছায়াই পাওয়া যাবে না। গালে মুখে সানস্ক্রিন মাখা মাখি করতে হবে। আর্দ্রতাও কম কম ময়েশ্চারাইজার মাখায়ও মাফ নেই!
দিন শেষ হবে ৫টা ৫৮তে। শুরু হবে রাতের মঞ্চ। সূর্য ডুববে, তারা উঠবে, আধখানা চাঁদও উঠবে। এরা একের পর এক উঠে নামে, কারও কাজে কারও ব্যাঘাত নেই। মঞ্চ নাটকেও কিন্তু এমন হয় জানেন? ধরুন কোনো একটি দৃশ্যে কাউকে হাত পা ছেড়ে পড়ে যেতে হবে। সে নির্দ্বিধায় পরে যাবে, কারণ সে জানে আরেকজন আছে এক মাইক্রো সেকেন্ড হেরফের না করে ঠিক সময়ে ধরে ফেলতে।
দিনের পর দিন তারা এই কাজের অনুশীলন করে। তারপরেও দুর্ঘটনা ঘটে যায়। কেউ হয়ত পরে যায়, কারও হয়তো ধরার কথা ছিল সে ধরে না। তারপরেও সে পরে। তার এই পরে যাওয়া পরের পাঠ যার থাকে সে শিল্পীকে বিশ্বাস দেয় তার পাঠ করে যাওয়ার।
কখনও যদি জীবন এভাবে ধপাস করে পরে যায়, সহযাত্রী যদি সহায় না হয় তবুও বিশ্বাস রাখুন। পাঠ চালিয়ে যাওয়ার জন্য এই বিশ্বাসের দরকার আছে। কারণ শেষ হাততালিটা পুরো নাটক ঠিকমতো শেষ করলেই পাওয়া যায়। পাঠ ছেড়ে মাঝ পথে চলে গেলে হয় না।
শুভ সকাল
সারাবাংলা/এমএমে