Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ মিনিটেই বিয়ে সারলেন চীনের ডাক্তার!


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৩৩

করোনাভাইরাসে বিপর্যস্ত চীন। সেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করছেন  ডাক্তাররা। জীবন বাজি রেখে তারা ঘণ্টার পর ঘণ্টা রোগীদের চিকিৎসা দিচ্ছেন। এরমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিয়ে আলোচনার ঝড় তুলেছে। চীনের এক ডাক্তার বিয়ে করতে সময় নিয়েছে মাত্র ১০ মিনিট। তারপর ফিরে গেছেন করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা করতে। খবর ইন্ডিয়া টুডের।

চীনের শানডং এ ঘটেছে এই ঘটনা। চিকিৎসক লি ঝিকিয়াং শানডং বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় হাসপাতালে কর্মরত রয়েছেন। ব্যস্ততার কারণেই তিনি কনে ইয়ু হোংগ্যানের কাছে প্রস্তাব রাখেন যতদ্রুত সম্ভব বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করার জন্য। কনে তাতে দ্বিমত করেননি।

বিজ্ঞাপন

লি ঝিকিয়াং ও ইয়ু হোংগ্যানের বিয়েতে কেবল তাদের বাবা-মাই আমন্ত্রিত ছিলেন। অতিথি ছিলেন মোট ৫ জন। বিয়ে শেষ লি ঝিকিয়াং পুনরায় তার কর্মস্থলে ফিরে যান। ছবিতে নব দম্পত্তিকে মাস্ক পরা অবস্থায় দেখা গেছে।

করোনাভাইরাস চীন বিয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর