কড়কড় কড়কড় মেঘ, ঠাণ্ডা ঠাণ্ডা পানি
২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১০:২৯
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
ফাগুনের আজ ১৩ তারিখ। কিন্তু যেহেতু রবিবার চলে আসছে, তারিখ দিয়ে আর আমাদের কী হবে, রবিবার মানে দৌড়াও দৌড়াও দৌড়াও।
আজকের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন, ২০ ডিগ্রি। গরমটা কেমন জেঁকে বসেছে! গা চিরবিরে গরম, ঘাম চিটচিটে গরম! তার উপর এক লাফে ৩৪ ডিগ্রি হয়ে গেল তাপমাত্রা! কী জ্বালা!
আকাশে আজ মেঘ আছে ৩১ শতাংশ। তবে এই মেঘে শুধু দেখানোর মেঘ নাকো। মেঘের ভিতরে আছে সুখবর। আজকে নাকি খুব বৃষ্টি হবে। আকাশ কড়কড় করে বজ্র ঢোল বাজাবে। সেই ঢোলের তারে ঝমঝম করে বৃষ্টি পরবে।
আবহাওয়ার পূর্বাভাস বলছে সকাল ১০টার দিকে যদি বৃষ্টি না হয় তবে দুপুর দুইটার দিকে হবে, বৃষ্টি আজ পরবেই পরবে! আবহাওয়ার কথা শুনে খুশি খুশি লাগলেও বেশি খুশি হওয়ার সুযোগ কম। আবহাওয়ার মেশিন পত্র শুধু সম্ভাবনার কথাই বলতে পারে। এমনি বৃষ্টি হওয়া না হওয়া পুরাই বৃষ্টির মর্জি। সে ঢাকার উপরে এসে নাক কুঁচকে চলেও যেতে পারে! বলতে পারে, ইশ আমার আজ মুড নাই!
বৃষ্টি নামলেই দৌড় দিয়ে বৃষ্টির তলে গা পেতে দেওয়া যাবে না। অনেক দিন পর বৃষ্টি আসছে কে জানে আকাশের মনে কী আছে। হয়তো পানি না দিয়ে বরফের শীলাই ফিকে ফিকে মারলো! বৃষ্টি দেখলে আগে ধীরে সুস্থে বুঝতে হবে ঘটনা কী, এরপর আস্তে আস্তে এগুতে হবে, হুম!
শুভ কাটুক আপনার রবিবার সকাল। ভালোবাসা আর শুভাশিস নেমে আসুক বৃষ্টির ধারার মতো…
শুভ সকাল!
সারাবাংলা/টিএম