Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘বাইসাইকেল ছাড়া মাছ যেমন, পুরুষ ছাড়া নারী তেমন’


৮ মার্চ ২০২০ ১৪:৩৫

নিঃসন্দেহে নারীদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা অন্যকোনো সফল নারী। তাদের অভিজ্ঞতায় ভর করেই বাকিরা নতুন পথের যাত্রা শুরু করতে পারেন। এ বছরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে খ্যাতনামা নারীদের বিশেষ উক্তিগুলো ছাপিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। সেসবে বলা হয়েছে, পিছিয়ে পড়া নারীদের এগিয়ে চলার কথা।

*

বাইসাইকেল ছাড়া মাছ যেমন, পুরুষ ছাড়া নারী তেমন- ইরিনা দুন।

*

আমাদের অর্ধেক অংশকে পিছনে রেখে, কখনো আমরা সফল হতে পারি না- মালালা ইউসুফজাই।

*

তুমি নারী তাই দুর্বল, একথা কাউকে বলতে দিও না- ম্যারি কম।

*

আমি নিজেই নিজেকে সাহায্য করতে পারি- মায়া অ্যাঙ্গেলু।

*

কোনো ঘটনা বা কারও জন্য নিজেকে বিসর্জন দিও না, এটাই প্রথম শর্ত- ম্যারি কুরি।

*

যদিও পৃথিবীটা পুষ্পশয্যা নয় তবে সফলতার গল্পও রয়েছে অনেক- হেলেন কেলার।

*

সাহসিকতা ছাড়া পরিবর্তন অসম্ভব- আলেক্সেন্ডার ওকাসিয়া কর্টেজ।

*

আমি ক্যারিয়ার নিয়ে না ভাবলেও যে নারীটি হতে চেয়েছিলাম, সে সম্পর্কে নিশ্চিত ছিলাম- দিয়েনা ভন ফার্স্টেনবার্গ।

*

স্বপ্ন হতে আমরা সফল হতে পারি- কল্পনা চাওলা।

*

৬ ইঞ্চি না ৬ ফুট স্কার্ট পরে খেলছি, তা নিয়ে মানুষের মাথা ব্যথার দরকার নেই, যতদিন আমি জিতে চলেছি- সানিয়া মির্জা।

*

মুন্সিয়ানা দেখাতে নারীদের ভয় পাওয়া উচিত নয়- এমা ওয়াটসন।

*

অতীতে নারীরা সবসময় সমান অংশীদারিত্ব বজায় রেখেছে। যদিও ইতিহাসের পাতায় তা উঠে আসেনি- গ্লোরিয়া স্টেনিয়েম।

*

সবার আগে বদলাতে হবে আমরা নিজেদের কীভাবে দেখি। আমাদের এগিয়ে আসতে হবে ও নেতৃত্ব দিতে হবে- বিয়ন্স।

*

অন্যকোনো নারী মুক্ত না হওয়া পর্যন্ত আমিও মুক্ত নই-অড্রি লর্ড।

বিজ্ঞাপন

*

অন্যের কল্পনার ঘাটতিতে নিজেকে শৃঙ্খলায়িত করো না- মে জেমিসন।

৮ মার্চ নারী দিবস নির্বাচিত উক্তি বাইসাইকেল ও নারী সফল নারী

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর