Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারী সম্পর্কে বিরূপ মন্তব্য করে তোপের মুখে জাপানি মেয়র


২৭ এপ্রিল ২০২০ ১৮:০৭
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনাভাইরাসের কারণে দেশে দেশে চলছে লকডাউন। খুব প্রয়োজন ছাড়া বাইরে যেতে নিষেধ করা হচ্ছে। এমন পরিস্থিতিতে জাপানের এক মেয়রের বিতর্কিত মন্তব্য নানা মহলে সমালোচনার ঝড় তুলেছে।

জাপানের পশ্চিমাঞ্চলের শহর ওসাকার মেয়র ইসিরো মাতসুই বলেছেন, ‘নারীরা সুপারশপে গেলে বেশি সময় নেয়। অযথা ঘোরাঘুরি করে সময় নষ্ট করে। পণ্য কেনা নিয়ে দ্বিধায় থাকে। কী কী পণ্য কিনবে তা ভাবতেই নারীদের সময় লাগে অনেক। তাই করোনাকালে তাদের বাজারে যাওয়া উচিত না।’ এখন শুধু পুরুষদের বাজারে যাওয়ার পরামর্শ দেন তিনি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) করোনাভাইরাস পরিস্থিতি বিষয়ক এক প্রেস কনফারেন্সে এসব কথা বলেন মেয়র ইসিরো মাতসুই।মেয়র আরও বলেন, ‘পুরুষরা যতটা সম্ভব দ্রুত বাজার করে বাসায় যান। অযথা ঘোরাঘুরি করেন না। তাই করোনা মহামারিতে কেবল পুরুষদের বাজারে যাওয়া উচিত।’

বিজ্ঞাপন

ইসিরো মাতসুইয়ের এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যম জুড়ে সমালোচনার ঝড় ওঠে। এমন বৈষম্যমূলক মন্তব্যের প্রেক্ষিতে দেশটির নারীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। শুধু তাই নয়, ‘নারীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে অক্ষম মেয়র’ হিসেবেও অ্যাখ্যা পান তিনি। টুইটার ব্যবহারকারী একজন লিখেছেন, ‘পৃথিবীতে সিদ্ধান্তহীনতায় ভোগা পুরুষ এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারার মতো নারী অনেক আছে, যাদেরকে মেয়র দেখেননি।’

করোনা পরিস্থিতি মোকাবিলায় সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে প্রায়ই প্রেস কনফারেন্সে হাজির হন ইসিরো মাতসুই। তবে বাজার করা নিয়ে নারী-পুরুষের বৈষম্যমূলক এই মন্তব্য সম্প্রতি মেয়রকে তোপের মুখে ফেলেছে।

উল্লেখ্য, মূলত পুরুষশাষিত দেশ হিসেবেই জাপান পরিচিত। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) লৈঙ্গিক বৈষম্য দূরীকরণ তালিকায় তারা ১৪৯ দেশের মধ্যে ১১১ তম। তবে নারীদের ক্ষমতায়ন বাড়াতে সম্প্রতি নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে দেশটির সরকার।

ইসিরো মাতসুই জাপানি মেয়র নারীদের নিয়ে বিরূপ মন্তব্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর