Tuesday 03 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কওমি আলেমরা পাচ্ছেন সরকারি চাকরি


৪ মার্চ ২০১৮ ১৯:৩১ | আপডেট: ৪ মার্চ ২০১৮ ১৯:৩২

সিনিয়র করেসপন্ডেন্ট

ঢাকা: কওমি সনদের সরকারি স্বীকৃতির পর এবার সরকারি চাকরি পাবেন কওমি পড়ুয়ারা। এর অংশ হিসেবে সোমবার ১০১০ জন কওমি আলেম সরকারি চাকরিতে যোগ দেবেন।

রোববার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের অধীনে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের দারুল আরকাম ইবতেদায়ী মাদরাসায় কওমি নেসাবের শিক্ষক হিসেবে এ আলেমরা সরকারি তালিকাভুক্ত হবেন।

প্রথমবারের মতো দেশের কওমি আলেমদের সরকারি চাকরিতে যোগদানকে ঐতিহাসিক উল্লেখ করে ইফার ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারই একসঙ্গে এত কওমি আলেম সরকারি চাকরিতে যোগদানের ঘটনা ঘটছে।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১১ এপ্রিল কওমি মাদরাসা সর্বোচ্চ সনদকে (দাওরায়ে হাদিস) সাধারণ শিক্ষার স্নাতকোত্তর ডিগ্রির স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার দুইদিন পর এ বিষয়ে একটি সরকারি আদেশ জারি করে সরকার।

সারাবাংলা/এমএস/এটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর