Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সময় কাটান হাতিরঝিলে


১০ ডিসেম্বর ২০১৭ ১৪:০২ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ১৭:০১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাফিয়া চৌধুরী

নগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্রের নাম এখন হাতিরঝিল। রাস্তার দু’পাশে সারি সারি গাছ দিয়ে তৈরি করা হয়েছে সবুজের সমারোহ। ঝিলের পাড়েই রয়েছে বসার ব্যবস্থা। চারপাশের পরিবেশে আছে রুচিশীলতার ছাপ। চারিদিকে খোলা হওয়ায় বাতাস থাকে সবসময়। যাদের অফিস আশেপাশে তারা অনায়াসে কাজের ফাঁকে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ঘুরে আসতে পারেন হাতিরঝিল। আর কারো মন খারাপ থাকলেও ঝিলের পাড়ে গাছের নিচে বসে মন ভালো করতে পারেন।

যে কোনো ‍ঋতুতেই এখানকার মনোরম পরিবেশ মনে এনে দেবে প্রশান্তি। পুরো হাতিরঝিল পায়ে হেঁটে ঘোড়া প্রায় অসম্ভব। তাই, ঘুরে দেখার জন্য আছে চক্রাকার বাস, আছে পানিতে ঘোরার জন্য আছে ওয়াটারবোট। যারা ছুটির দিনে পরিবার নিয়ে ঘুরে বেড়াতে চান তারা দূরে কোথাও না গিয়ে হাতিরঝিলে ঘুরে আসতে পারেন। যতদিন যাচ্ছে ততই হাতিরঝিলের চেহারা বদলে যাচ্ছে। যোগ হচ্ছে বিনোদনের নতুন নতুন উপাদান। সন্ধায় আলোকসজ্জা আর রঙিন পানির ফোয়ারায় মনে হয় উন্নত দেশের কোনো মনোমুগ্ধকর জায়গা।

বিজ্ঞাপন

https://youtu.be/FeKK1iDOflk

এফডিসির মোড় দিয়ে হাতিরঝিলে ঢুকতেই হাতের ডানপাশে রয়েছে লাল ইটের তৈরি বসার ব্যবস্থা। সেখানে টেবিলগুলোতে রয়েছে দাবার বোর্ড। সন্ধ্যায় সেই টেবিলগুলোতে দাবা খেলার সঙ্গে সঙ্গে জমে উঠে আড্ডা। এর কিছু দূর যেতেই রয়েছে বাস স্টপেজ। বাসগুলো দর্শনার্থীদের জন্য হলেও এখন তা শুটিংক্লাব, রামপুরা ও মধুবাগ রুটে যাত্রী পরিবহন করছে।

হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে রয়েছে ফাস্ট ফুডের দোকান। সকাল সন্ধ্যা এখানে বেড়াতে আসা নানা বয়সী মানুষ ভীড় করেন এসব আধুনিক খাবারের দোকানে। হাতির ঝিলের ফুচকা আর চটপটিও বেশ জনপ্রিয়। ছুটির দিনগুলোতে এসব খাবার দোকানের ভীড় জমে উঠে কয়েকগুন। তবে অন্যান্য বিনোদন কেন্দ্রে খাবারের চড়া দাম নেওয়ার যেমন অভিযোগ থাকে এখানে তেমনটা নেই।

হাতিরঝিলে ঘুরতে আসা সাদ্দাম বলেন, এখানকার পরিবেশ অন্য জায়গাগুলোর চেয়ে ভালো। বন্ধুরা মিলে দল বেধে ঘুরতে আসা সুস্মিতা জানালেন, মাঝে মাঝেই সন্ধ্যায় এখানে আসেন তারা। হাতিরঝিলের লাইটিং আর পনিতে আলোর ফোয়ারার ঝলকানি দেখতে খুব ভালো লাগে তাদের। এখানকার নিরাপত্তা ব্যবস্থারও প্রশংস্ করলেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া সুস্মিতা।

ঝিলে বাস, ওয়াটারবোট ও প্যাডেলবোটেও ঘুরতে অবশ্য টাকা গুনতে হয়। পুরো হাতিরঝিল চক্রাকারে একবার ঘুরতে খরচ মাত্র ২০ টাকা। আর ওয়াটারবাসে ২৫ থেকে ৩০ টাকায় ঘুরে বেড়ানো যায় । প্যাডেলবোট ঘণ্টা হিসাবে ভাড়া দেওয়া হয়। এক ঘণ্টা ঘুরতে টাকা খরচ হবে আড়াই শ’ বা তার একটু বেশি। আর সারা সপ্তাহজুড়ে রাত ন’টায় বিনা পয়সায় উপভোগ করা যাবে রঙিন জলের ফোয়ারার সৌন্দর্য।

সারাবাংলা/আরসি/জিআ/জেডএফ

 

 

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর