যুক্তরাষ্ট্রে লাল পেয়াজ খেয়ে ৩০টি প্রদেশে স্যালমনেলা সংক্রমণে সংক্রমিত হয়েছেন প্রায় ৪০০ মানুষ। শুক্রবার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের জারি করা এক বিবৃতিতে বলা হয়, ক্যালিফর্নিয়ার থমসন ইন্টারন্যাশনাল অফ ব্যাকেরসফিল্ডকে বলা হয়েছে সংক্রমণ ঠেকাতে বাকি সব পেয়াজ সরিয়ে নিতে। এই তালিকায় লাল পেঁয়াজ ছাড়াও রয়েছে সাদা, হলুদ, ও মিষ্টি পেঁয়াজ।
যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এর তরফ থেকে জানানো হয়, স্যালমেনেলা সংক্রমণে শুক্রবার পর্যন্ত সংক্রমিত হয়েছে ৩৯৬ জন। প্রায় ৬০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
এদিকে কানাডার স্বাস্থ্য কর্তৃপক্ষও এ বিষয় খতিয়ে দেখছে। যুক্তরাষ্ট্রের মতোই একধরণের সংক্রমণ সেদেশেও দেখা দিয়েছে। খবর সিএনবিসি।