Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাটি খুঁড়তেই মিললো দুর্লভ স্বর্ণমুদ্রা, কোথায় জানেন?


২৫ আগস্ট ২০২০ ১৫:১৫

ইসরাইলে মাটির নিচে কলস ভর্তি অত্যান্ত দুর্লভ প্রাচীন স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। ২৪ ক্যারেট খাঁটি সোনার এসব মুদ্রা আব্বাসীয় আমলের বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। ইসরাইলের ইয়াভনে এক খননকাজ চলানোর সময় কলসে সংরক্ষিত অবস্থায় স্বর্ণমুদ্রা পাওয়া যায়। খনন প্রকল্পে কর্মরত দুই কিশোর স্বেচ্ছাসেবক এসব স্বর্ণমুদ্রা উদ্ধার করেন।

সোমবার ইসরাইলের অ্যান্টিকস অথরিটি’র দুই প্রত্নতত্ত্ববিদ লিয়াত নাদাভ-জিভ এবং এলিয়ে হাদাদ এক যৌথ বিবৃতিতে স্বর্ণমুদ্রা প্রাপ্তির খবর প্রকাশ করেন। তারা জানান, কলসে মোট ৪২৫টি দুর্লভ প্রাচীন স্বর্ণমুদ্রা পাওয়া গেছে। প্রতিটি মুদ্রাই ২৪ ক্যারেটের খাঁটি সোনা দিয়ে তৈরি।

বিজ্ঞাপন

মুদ্রা বিশেষজ্ঞ রবার্ট কুল জানান, এসব মুদ্রা নবম শতকের শেষ দিকে প্রচলিত ছিল। সে সময়টা ছিলো আব্বাসীয় আমলের স্বর্ণযুগ। নবম শতকে ইসরাইলের এই অঞ্চল মুসলিম আব্বাসীয় খেলাফতের অধীনে ছিল। আব্বাসীয় খলিফা সে সময় আজকের আফগানিস্তান থেকে আলজেরিয়া পর্যন্ত শাসন করতেন।

এসব মুদ্রার মোট ওজন ১.৮৬ পাউন্ড। কুল জানান, এই পরিমাণ মুদ্রা দিয়ে সে সময়ের রাজধানী মিশরের ফুস্তাতের যে কোনো এলাকায় সবচেয়ে দামি বাড়ি কেনা সম্ভব হতো। তবে বিশেষজ্ঞদের অভিমত- স্বর্ণমুদ্রাগুলো সে আমলে প্রচলিত স্বল্পমূল্যের স্বর্ণমুদ্রা।

স্বর্ণমুদ্রা কলস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর