Wednesday 27 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বপ্ন এবার সত্যি, জাপানে উড়ল গাড়ি


৩১ আগস্ট ২০২০ ০৫:৪৩

উড়ন্ত গাড়ি নিয়ে জাপানের পরীক্ষা-নিরীক্ষা চলছিল বেশ কিছুদিন ধরে। এবার তার ফলও পাওয়া গেল। বায়ুতে সফলভাবে উড়ল গাড়ি।

শুক্রবার জাপানের উড়ন্ত গাড়ি প্রস্ততকারক স্কাইড্রাইভ ইঙ্ক এসডি-০৩ মডেলের গাড়ির টেস্ট ড্রাইভ সম্পন্ন করে। এক যাত্রী নিয়ে টয়েটার ফিল্ডে উড়ানো হয় এ গাড়ি। এ টেস্ট ড্রাইভ অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে প্রস্ততকারক প্রতিষ্ঠান।

স্কাইড্রাইভের প্রধান তোমোহিরো ফুকুজাওয়া এ সম্পর্কে জানান, ২০২৩ সালের মধ্যেই উড়ন্ত গাড়ি যাত্রীপরিবহণে ব্যবহারের উদ্দেশ্যে বিক্রি হওয়া শুরু হবে।

বিশ্বজুড়ে শহরগুলোতে মানুষ বাড়ছে। আর এতে রাস্তায় গাড়ির পরিমাণও বাড়ছে পাল্লা দিয়ে। যানজটের কারণে বড় বড় অনেক শহর দিনের বড় একটা সময় স্থবির হয়ে থাকে। এ সমস্যার ভবিষ্যৎ সমাধান হিসেবে ভাবা হচ্ছে এই উড়ন্ত গাড়ি।

গাড়ি শিল্পে অন্যতম অগ্রসর দেশ জাপানের একটি কোম্পানি এই প্রথম উড়ন্ত গাড়ির স্বপ্ন টেস্ট ড্রাইভ পর্যন্ত নিয়ে এলো। তবে ভবিষ্যৎ অটোমোবাইল শিল্পের সবচেয়ে বড় আকর্ষণ উড়ন্ত গাড়ি নির্মাণের দৌড়ে রয়েছে আরও কয়েকটি দেশের নামজাদা কয়েকটি প্রতিষ্ঠান। নেদারল্যান্ডসের উড়ন্ত গাড়ি প্রস্তুতকারক সংস্থা প্যাল-ভি বা পার্সোনাল এয়ার ল্যান্ড ভেহিকলের উড়ন্ত গাড়িও একই সাথে আকাশে ও মহাসড়কে চলাচল করতে সক্ষম।

উড়ন্ত গাড়ি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর