Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৈকতের কাছে ভেসে উঠে ‘সবচেয়ে বড় প্রাণী’


৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:৪১ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২০ ১৮:৫৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অস্ট্রেলিয়ার সিডনির সৈকতের কাছাকাছি সমুদ্র এলাকায় পৃথিবীর ‘সবচেয়ে বড় প্রাণী’ নীল তিমির দেখা মিলেছে। বিশেষজ্ঞদের দাবি, সিডনির লোকালয়ের এত কাছে গত ১০০ বছরে এ নিয়ে মাত্র তৃতীয়বার বিরল এ প্রজাতির তিমির দেখা পাওয়া গেল।

গত মাসে নিউ সাউথ ওয়েলসের শহরতলি মারোব্রার সমুদ্র সৈকতের কাছে এ তিমির দেখা মেলে। নিউ সাউথ ওয়েলসের ন্যাশনালপার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এ খবর নিশ্চিত করেছে। উল্লেখ্য, এর আগে দুই বার সিডনির উপকূলে নীল তিমি দেখার খবর রটলেও এর কোনটাই সরকারি কর্তৃপক্ষ যাচাই করতে পারেনি।

উল্লেখ্য, নীল তিমিকে পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণী বলে মানা হয়। অতিকায় এ প্রাণীটিকে উপকূলীয় অঞ্চলের স্বল্প গভীরতায় প্রায় দেখাই যায় না। নিউ সাউথ ওয়েলসের ন্যাশনালপার্ক অ্যান্ড ওয়াইল্ডলাইফ সার্ভিস এর কর্মকর্তা অ্যান্ড্রু মার্শাল বলেন, যে নীল তিমিটি সৈকতের কাছে এসেছিলো এর দৈর্ঘ্য ২৫ মিটার বা ৮২ ফুটের বেশি। এর ওজন প্রায় ১০০ টন বা ১ লাখ কেজি।

বিজ্ঞাপন

আকারে বিশাল হওয়া সত্ত্বেও গভীর সমুদ্রেও নীল তিমির দেখা খুব একটা পাওয়া যায় না। মার্শাল বলেন, তাদেরকে নিয়মিত দেখা যায় না কারণ নীল তিমি গভীর সমুদ্রে বাস করতে ভালোবাসে। এরা সমুদ্রে নানা জায়গায় বিক্ষিপ্তভাবে বসবাস করে। নীল তিমির মাইগ্রেশন ও আবাস সম্পর্কে আমাদের কাছে খুবই কম তথ্য রয়েছে।

নীল তিমিকে সমুদ্রে সাঁতরাতে দেখা যাচ্ছে অতি বিরল এ দৃশ্যটি ক্যামেরাবন্দী করেছেন এক ওয়াইল্ডলাইফ চিত্রগ্রাহক। ইনস্টাগ্রামে তিনি সেই ছবিটি প্রকাশ করে লেখেন, মারউব্রার যে এলাকায় আমি নিয়মিত যাই সেখানে গতকাল প্রচুর হ্যাম্পব্যাক তিমিকে দেখলাম এর মধ্যে বড় আশ্চর্য হয়ে দেখা দিল একটি বিশালাকার নীল তিমি।

এর আগে সিডনির ক্যাপ সল্যান্ডের এলাকায় ২০০২ ও ২০১৩ সালে নীল তিমির দেখা পাওয়া গিয়েছিলো বলে জানা যায়। তবে এবারই প্রথম এমন দাবীর পুঙ্খানুপুঙ্খ যাচাই করার সুযোগ পেয়েছে কর্তৃপক্ষ।

টপ নিউজ নীল তিমি