Friday 04 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রায়ালে সফল চীনের আরেকটি করোনা ভ্যাকসিন


৭ অক্টোবর ২০২০ ১৪:১৪ | আপডেট: ৭ অক্টোবর ২০২০ ১৫:৪০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনের আরও একটি কোভিড-১৯ ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে। অর্থাৎ, ভ্যাকসিনটি মানব শরীরে নিরাপদ ও করোনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে সক্ষম হয়েছে।

চাইনিজ অ্যাকাডেমি অব মেডিক্যাল সায়েন্স-এর ইনস্টিটিউট অব মেডিক্যাল বায়োলজি এই ভ্যাকসিনটি তৈরি করেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) ট্রায়ালের ফলাফল মেডআরসিভ নামক প্রিপ্রিন্ট সার্ভারে প্রকাশিত হয়েছে। তবে এ প্রতিবেদনের কোনো পিআর ট্রায়াল এখনও হয়নি।

ওই প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক ট্রায়ালে ১৮ থেকে ৫৯ বছর বয়সী ১৯১ জনের শরীরে এ ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এর ফলাফলে দেখা যায়— প্রত্যেকের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে। এছাড়া ভ্যাকসিনটি প্রয়োগে কোনো ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়াও তৈরি হয়নি।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসে সারা বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছেন ৩ কোটির বেশি মানুষ। এ ভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত মৃত্যু হয়েছে সাড়ে ১০ লাখের বেশি মানুষের।

চীনের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি চারটি ভ্যাকসিন ইতিমধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে সফল হয়েছে। খবর এনডিটিভি।

করোনাভাইরাস ভ্যাকসিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর