Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনে ব্যাংক অ্যাকাউন্ট আছে ডোনাল্ড ট্রাম্পের


২১ অক্টোবর ২০২০ ১৬:১২ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীনে একটি ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে বলে খবর প্রকাশ করেছে নিউ ইয়র্ক টাইমস। চীনের বিরুদ্ধে সদা-সোচ্চার ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলস ম্যানেজমেন্ট এ হিসাবটি নিয়ন্ত্রণ করে। এ ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে চীনে ট্যাক্সও দেওয়া হয়েছে।

সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংক্রান্ত বিভিন্ন নথি যাচাই করে নিউ ইয়র্ক টাইমস এ তথ্য প্রকাশ করেছে। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ ও ১৭ সালে প্রেসিডেন্ট হওয়ার সময় যুক্তরাষ্ট্রে মাত্র ৭৫০ ডলার ট্যাক্স দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। অপরদিকে, চীনে ওই অ্যাকাউন্টটি স্থানীয়ভাবে ১ লাখ ৮৮ হাজার ৫৬১ ডলার ট্যাক্স দিয়েছে।

বিজ্ঞাপন

বিবিসির খবরে বলা হয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মুখপাত্র জানিয়েছেন, এশিয়ায় হোটেল ব্যবসায় বিনিয়োগ করার উদ্দেশ্যেই ওই অ্যাকাউন্টটি খোলা হয়েছিল।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের বিরুদ্ধে বরাবরই কঠোর। প্রেসিডেন্ট হওয়ার আগে থেকে দেশটিকে অর্থনৈতিক ও বাণিজ্যিক খাতে শায়েস্তা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর চীনের বিরুদ্ধে কয়েক দফায় বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ে আমেরিকা।

বিজ্ঞাপন

বেনাপোলে ট্রাকের চাপায় কিশোর নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৩৮

আরো

সম্পর্কিত খবর