Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হেঁটে নতুন ঠিকানায় গেলো ৫ তলা ভবন


৩০ অক্টোবর ২০২০ ২০:৫৯ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:১০
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একটি ভবন হেঁটে গেলো নতুন স্থানে। হ্যাঁ সত্যি, চীনে ঘটেছে এমন ঘটনা। ৮৫ বছরের পুরনো ৫ তলা স্কুল ভবনকে হাঁটিয়ে নতুন স্থানে স্থাপন করেছেন প্রকৌশলীরা। এমন ঘটনা দেখে বিস্মিত স্থানীয়রা।

চীনের সাংহাইয়ের পূর্বাঞ্চলীয় হুয়াংপু জেলার বাসিন্দারা চলতি মাসের শুরুতে এই অভাবনীয় ঘটনা প্রত্যক্ষ করেছেন। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। এতে দেখা যায়, একটি ভবন হেঁটে হেঁটে সরে যাচ্ছে। প্রকৌশলীরা জানিয়েছেন, ভবনের নিচে অসংখ্য রোবটিং চাকা বসিয়ে এমনটা করা সম্ভব হয়েছে।

সাংহাই কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৩৫ সালে নির্মিত এ ভবনটি শহরের নতুন নকশা অনুযায়ী সেখানে আর রাখা যাচ্ছিল না। তবে পুরনো ভবনটির ঐতিহাসিক মূল্য বিবেচনায় ধ্বংসও করতে চায়নি কর্তৃপক্ষ। এমন সংকটেরই সমাধান দিয়েছেন প্রকৌশলীরা। তারা পুরো ভবনের নিচের মাঠি সরিয়ে সেখানে স্থাপন করেন দুইশোরও বেশি ভারবাহী ভারী যন্ত্র। ৫ তলা ভবনটি সেগুলোর সাহায্যেই আস্তে আস্তে উঠে দাঁড়ায় ও রোবটিং চাকার মাধ্যমে হাঁটতে শুরু করে। প্রযুক্তির সাহায্যেই ভবনটি হেঁটে চলে যায় নিজের নতুন ঠিকানায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর