Tuesday 04 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা


১ নভেম্বর ২০২০ ০০:৪৫ | আপডেট: ২৩ মে ২০২২ ১২:০৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী তিন বছরে ১২ লাখ অভিবাসী নেবে কানাডা। করোনাভাইরাসের প্রভাবে অর্থনৈতিক ক্ষতি পোষাতে শ্রমবাজার চাঙ্গা করার লক্ষ্যে এ পরিকল্পনা নিয়েছে দেশটি। খবর সিবিসি. সিএ।

শুক্রবার (৩০ অক্টোবর) কানাডার অভিবাসনবিষয়ক মন্ত্রী মার্কো মেনডিসিনো এ পরিকল্পনাকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ হিসেবে আখ্যায়িত করে বলেন, “কানাডায় আরও বেশি দক্ষ মানুষের প্রয়োজন। সে লক্ষ্য পূরণে অভিবাসনই হলো উপায়। মহামারির আগেই এ পরিকল্পনা নেওয়া হয়েছিল। তবে মহামারির কারণে এখন তা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে”।

তিনি জানান, আগামী তিন বছরে পর্যায়ক্রমে এ লক্ষ্যমাত্রা পূরণ করা হবে। ২০২১ সালে ৪ লাখ ১ হাজার, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার ও ২০২৩ সালে ৪ লাখ ২১ হাজার স্থায়ী অভিবাসী নেওয়ার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।

বিজ্ঞাপন

কানাডার ইমিগ্রেশন ল ফার্ম ক্যাম্পবেল কোহানের মালিক ডেভিড কোহান এ ব্যাপারে বলেন, “এটি এখন পর্যন্ত ঘোষিত সবচেয়ে ঐতিহাসিক অভিবাসন পরিকল্পনা। করোনাভাইরাসের আঘাত থেকে অর্থনীতিকে রক্ষা করতে কানাডা আরও বেশি অভিবাসী নেওয়ার পরিকল্পনা নিয়েছে। এসব অভিবাসীরা হবেন নিম্ন অর্থনৈতিক স্তরের”।

উল্লেখ্য, বিশ্বজুড়ে অভিবাসীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় গন্তব্য উত্তর আমেরিকার দেশ কানাডা। দেশটির ইতিবাচক অভিবাসন নীতির কারণে বরাবরই বিশাল সংখ্যক অভিবাসী-শরণার্থী সেদেশে পাড়ি জমান।

বিজ্ঞাপন

আরো