আসে না আসে না আসলে আসবে জোরে!
১৪ মার্চ ২০১৮ ১০:০৪
মাকসুদা আজীজ, অ্যাাসিস্ট্যান্ট এডিটর
বৃষ্টি আসবে আসবে করে কতদিন পূর্বাভাষ দিচ্ছে। কিন্তু বৃষ্টি এলো না এলো না এলো না! বৃষ্টি না আসুক না আসুক, একটু তো মেঘ হতে পারে, না তারও খবর নেই। আকাশ ধু ধু নীল প্রান্তর। এ মাথা থেকে ও মাথা পর্যন্ত মেঘেরও কোনো খবর নেই! তবে আজ ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে দমকা বাতাসসহ বৃষ্টি, বজ্র বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে শিলা বৃষ্টিও হতে পারে।
বৃষ্টিটা ইদানীং খুব দরকার হয়ে গিয়েছে। শীতের শেষে কুয়াশাও বেশ কমে এসেছে, এখন বলতে গেলে কুয়াশা পড়ছেই না তো শুষ্কতায় সব রুক্ষ হয়ে গিয়েছে, এমন রুক্ষ পরিবেশ আর্দ্র করতে পারে শুধু বৃষ্টি যার কোনো খবর নেই!
দিনের দৈর্ঘ্য আস্তে আস্তে বড় হচ্ছে, আজকে সূর্য উঠেছে ভোর ৬টা ৯ এ। ডুবে যাবে ৬টা ৭ মিনিটে। প্রায় ১২ ঘণ্টা সূর্যের আলো নিরিবিচ্ছিন্নভাবে আলো দিবে। এর মধ্যে নেই মেঘ, তাপমাত্রা বাড়বে এটাই স্বাভাবিক। আজকে সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২২ ডিগ্রি সেলসিয়াস। বাতাস বইবে ৮ থেকে ১৩ কিলোমিটার ঘণ্টায়, এই বাতাস কখনও কখনও বাড়তে পারে। বাতাসটাই যা একটু স্বস্তি দিবে।
বিকাল পর্যন্ত বৃষ্টি হবেই না ধরে নেওয়া যেতে পারে। মেঘ যদি আসে তার আসতেও সময় লাগবে, যে এখন পর্যন্ত দৃষ্টি সীমার মধ্যে নেই। অফিস ফিরতি মানুষরা একটু সাবধান, বৃষ্টি হলে সেটা শিলা বৃষ্টি কি না বুঝে তারপর পথে বের হবেন, চেষ্টা করবেন আজকেই বৃষ্টিতে না ভিজতে। অনেক দিনের দূষণ মাখা বাতাসের বৃষ্টি। এই দূষণ গায়ে মাখার কোনো মানে হয় না!
নিরাপদে ও সাফল্য কাটুক আপনাদের সারাটা দিন।
সারাবাংলা/এমএ