অবচেতনেও লিখতেন যে লেখক
১১ ডিসেম্বর ২০১৭ ১৪:২২
সারাবাংলা ডেস্ক
কথা নিয়ে খেলতেন তিনি, তাই বলা হয় কথাশিল্পী। লোকে এও বলে, পৃথিবীর সেরা কথাশিল্পীদের একজন তিনি। কীভাবে একজন লেখক লিখবে সে ব্যাপারে ব্যক্তিগত মতামত ছিলও তার। বলতেন, একজন লেখক অবচেতনেও লিখবে। ঝুলিতে রয়েছে নোবেল পুরস্কারও। তিনি হলেন মিশরীয় সাহিত্যিক নাগিব মাহফুজ।
১১ ডিসেম্বর এ বিখ্যাত কথাশিল্পীর জন্মদিন। মাত্র ১৭ বছর বয়সে লেখালেখি শুরু করেন তিনি। জীবদ্দশায় প্রকাশিত হয় ৩০টি উপন্যাস, যার অর্ধেকেরও বেশি চলচ্চিত্রায়িত হয়েছে। উপন্যাসের পাশাপাশি লিখেছেন ১০০টির বেশি ছোটগল্প রচনা করেছেন। যার বেশির ভাগই পরে ইংরেজিতে অনূদিত হয়েছে। ১৯৫৭ সালে প্রকাশিত বিখ্যাত ‘কায়রো ট্রিলজি’ তাকে সারাবিশ্বে পরিচিত করে তোলে। বই তিনটির ইংরেজি নাম ‘বিটুইন দ্য প্যালেসেস’, ‘প্যালেস অব লঙিং’ ও ‘সুগার হাউস’ যেখানে তিনি অঙ্কন করেছেন আরব বিশ্বের শহুরে জীবনযাপনের চিত্র।
এছাড়াও তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম- ‘চিল্ড্রেন অব গেবেলাই’ ‘দ্য থিফ এ্যান্ড দ্য ডগস’ (১৯৬১), ‘অটাম কুয়াইল’ (১৯৬২), ‘সাম টক অন দ্য নাইল’ (১৯৬৬) ও ‘মিরামার’ (১৯৬৭)। বাংলাতেও অনূদিত হয়েছে তার কিছু গল্প, উপন্যাস।
প্রায় ৭০ বছর লেখালেখিতে সক্রিয় থাকা এই মহান সাহিত্যিক ২০০৬ সালের ৩০ আগস্ট কায়রোতে মৃত্যুবরণ করেন।
সারাবাংলা/এসআর/একে