উঠে গেল নিষেধাজ্ঞা, রাশিয়ায় ফের ট্রেন চালাবেন নারীরা
৫ জানুয়ারি ২০২১ ১৪:৫৫
মস্কো মেট্রো ট্রেনের চালকের আসনে ফের বসতে যাচ্ছেন নারীরা। সম্প্রতি রাশিয়ায় চার দশক ধরে চলা এক বিতর্কিত নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছে। ফলে এ বছরের শুরু থেকেই ট্রেনের চালক সহ কিছু সেক্টরে আবারও নিয়োগ পাচ্ছেন নারী কর্মীরা।
কর্তৃপক্ষ জানিয়েছে, ১ জানুয়ারি থেকে মস্কো মেট্রো সেবায় ট্রেনের চালক পদে ১২ জন নারী নিয়োগ পেয়েছেন। এর মাধ্যমে এসব সেক্টরে হাজার হাজার নারীর কর্মসংস্থান হবে বলে আশা করছে রাশিয়া।
রোববার রাতে (৩ জানুয়ারি) এক যৌথ বিবৃতিতে মস্কোর মেয়র সার্গেই সবিয়ানিন ও শহরের গণপরিবহন বিভাগ জানায়, ২৫ জনের মধ্যে ১২ জন নারী ইতিমধ্যে প্রশিক্ষণ শেষ করে চালক পদে নিয়োগ পেয়েছেন।
এর আগে ১৯৩৬ সালে নারীদের প্রথম মেট্রো ট্রেনের চালক পদে নিয়োগ দেয় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন। তবে ১৯৮০ সালে সোভিয়েত সরকার আকস্মিক এক নিষেধাজ্ঞা জারি করে। সেসময় ট্রেন, লরি, ট্রাক্টর, জাহাজ সহ ভারী যানবাহন চালানো নারীদের জন্য ঝুঁকিপূর্ণ বলে দাবি করে এক বিতর্কিত নিষেধাজ্ঞা জারি করে সরকার। এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বরাবরই মানবাধিকার সংগঠনগুলো বিরোধিতা করে আসছিল।
আশির দশকের শুরুর দিকে এ সিদ্ধান্ত নেওয়ার পর মস্কো মেট্রো আর কোনো নারী চালক নিয়োগ দেয়নি। তবে সেসময় নিয়োগ পাওয়া নারী চালকদের মধ্যে অনেকেই চালক হিসেবে চাকরি চালিয়ে যাওয়ার সুযোগ পান। ২০১৪ সালে মস্কো মেট্রোর শেষ নারী চালক অবসরে গিয়েছিলেন। তবে সম্প্রতি সব নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ায় আবারও এসব সেক্টরে কাজে ফিরছেন নারীরা।