আলোকে ধুলোয় দেখার দিন
১৮ মার্চ ২০১৮ ১০:২১
মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর
চৈত্রের ৪ তারিখ। বৃষ্টির মেঘে এসে আমাদের ফাঁকি দিয়ে চলে গেলো। বাতাস শুষ্ক হতে হতে ৩০ শতাংশে এসে পৌঁছেছে।
মেঘ উড়ে আবার কই চলে গিয়েছে কে জানে! বৃষ্টির দেখা নেই। তাপমাত্রার বিবেচনায় বৃষ্টির খুব দরকার নেই, আজকে তাপমাত্রা বরং অন্য দিনগুলোর চেয়ে কম। দিনে ৩৪ ডিগ্রি সেলসিয়াস, রাতে ২০ ডিগ্রি সেলসিয়াস।
মেঘের কথা আর কী বলব! এভাবে আমাদের রেখে চলে গেলো যেন সে কখনও আমাদের আকাশে ছিলই না। আজকে মাত্র ৪ শতাংশ আকাশ জুড়ে মেঘ আছে। এভাবে হয়?
সূর্যের অতিবেগুনী রশ্মির আজ তো ঈদ। বেলা ১২টা বাজে ইনডেক্স গিয়ে পৌঁছাবে ৯-এ। ভাবা যায়!
পুরো শহর মেখে আছে ধুলো মেখে। তার উপরে পরেছে কুয়াশা। দুয়ে মিলে এক অসাধারণ দৃশ্য তৈরি হয়েছে। তার উপরে পরেছে সূর্যের আলো। এ দৃশ্য দেখার জন্য এই ধুলোর ধরায় আরেকটা দিন বেঁচে থাকা যায়!
সারাবাংলা/এমএ