Thursday 28 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চৈত্র যখন গেল তেতে


২০ মার্চ ২০১৮ ০৯:৫৯

।।মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর।।

আজ চৈত্রে ৬ তারিখ, মঙ্গলবার। আকাশে মেঘ গতকালের চেয়ে একটু বেশি ৩১ শতাংশ প্রায় সারাদিন ধরে। তবে আকাশে মেঘ থাকুক আর না থাকুক রোদ খুব চড়ে গিয়েছে আর তাপমাত্রা আজকেও বেশ বেশি। সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন ২০ ডিগ্রি সেলসিয়াস।

গত বছর ঠিক এমন দিনে বৃষ্টি এসেই গিয়েছিল, সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৮। তো এই যে আমরা বলছি এবার অনেক গরম, আসলেই গরম বেশিই আছে।
বৃষ্টির একটা সম্ভাবনা দু একদিন আগে তৈরি হয়েছিল এখন বৃষ্টির কোনো সম্ভাবনাও নেই। আমরা যারা দালানে বসে এটা নিয়ে আফসোস করি তাদের অবাক করে দিয়ে কৃষকরা মাঠে এই কড়া রোদে বসেও বৃষ্টি না আসার প্রার্থনা করছেন। মাঠে এখনও কিছু ফসল আছে, সেগুলো তোলার আগে বৃষ্টি হলে সারা বছর তার জের টানতে হবে।
বাতাসের শুষ্কতা যথারীতি কম আছে। কাল বিকেলে ৩৩ শতাংশ রেকর্ড করা হয়েছে।
তবে আবহাওয়ার পূর্বাভাষে বলা হচ্ছে আগামী পাঁচ দিনের মধ্যে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুষ্ক বাতাসে, গরমের দিনে খুব করে পানি খেতে হবে। এই পানিই বাঁচিয়ে রাখবে আমাদের।

সারাবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর