ঝড়ের বার্তা নিয়ে এলো কালো কালো মেঘ
২৩ মার্চ ২০১৮ ১০:২২
।।মাকসুদা আজীজ, অ্যাসিট্যান্ট এডিটর।।
চৈত্রের নবম দিন। আকাশে যথারীতি সূর্যের প্রতাপ আছে, মাঝে মধ্যে মেঘ খুব সেজেগুজে আসছে, খুব খুব ঝড়-ঝঞ্জা করবে, কিন্তু সূর্যের কাছে মোটেই পাত্তা পাচ্ছে না।
অনেকদিন এমন যাওয়ার পরে যেটা হলো আজকেও আবার মেঘ করেছে। আকাশে ধূসর মেঘ। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টি হবে ঝড় হবে।
স্যাটেলাইট ভিত্তিক অ্যাপগুলো আবার এক কাঠি সরেস, সেগুলো বলছে, ঝড় হবে দুপুর দুইটার দিকে। ততক্ষণে কিউমুলোনিম্বাস মেঘগুলো আরও ঘন হবে, আরও কালো হবে।
মেঘ করুক আর ঝড় হোক দিন কিন্তু মূলত শুষ্ক। এই শুষ্ক দিনে বৃষ্টি হলে যদি একটু আর্দ্রতা আসে!
দুইটা বাজে বৃষ্টি যদি হয় নামাজগামী ও বিয়েবাড়িগামী মানুষদের একটু সতর্ক থাকতে হবে। আগে ভাগে গিয়ে মসজিদের ভিতরে জায়গা নিতে হবে, মেঘ টেঘ দেখে ঘর থেকে বের হতে হবে।
দেখা যায় আজকের মেঘ বৃষ্টি নামায় নাকি!
সারাবাংলা/এমএ