Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘ-রোদ্দুরের খেলা, সারাবেলা


২৮ মার্চ ২০১৮ ০৯:৩৭ | আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ২০:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

||মাকসুদা আজীজ, অ্যাসিস্ট্যান্ট এডিটর||

চৈত্র মাসের আজ ১৪ তারিখ। সূর্যের সকালে উঠার দিন চলছে, রোজই সে নিজের আগের দিনের রেকর্ড ভেঙ্গে আরও সকালে উঠে যায়। আজ যেমন উঠেছে সকাল ৫টা ৫৫ মিনিটে। তবে এত সকালে উঠে খুব বেশি সুবিধা সে করতে পারেনি। কারণ আজকে আকাশ জোড়া মেঘ।

সকালের দিকে একদম ১০০ শতাংশ মেঘ ছিল। তবে আবহাওয়ার পূর্বাভাষ বলছে এই মেঘ থাকবে না। বেলা ১২টা নাগাত মেঘের পরিমাণ থাকবে শূন্য শতাংশ। তখন সূর্যের অতিবেগুনী রশ্মি থাকবে ইনডেক্সে ১০! মানে হলো একদম মুহূর্তেই ত্বক কয়লা হয়ে যাবে।

সারাদিন ধরেই আজ মেঘ আসবে, রোদ উঠবে তবে বৃষ্টির সম্ভাবনা নাই আজ সারাদিনেই এমনকি রাতেও নেই। তবে মেঘের গতি প্রকৃতিতে বিশ্বাস করার কিছু নেই। মুহূর্তেই বদলে যেতে পারে ঘটনা, তাই একটা ছাতা সঙ্গে রাখাই ভালো।
এখন দেখা যাক বৃষ্টিটা আসে কখন!

বিজ্ঞাপন

সারবাংলা/এমএ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর